1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণতন্ত্রের প্রতি জনগণের কমিটমেন্ট আছে: মিজারুল কায়েস

৬ আগস্ট ২০১০

‘‘আমরা মনে করি সরকারের এবং বাংলাদেশের জনগণের কমিটমেন্ট আছে গণতন্ত্রের প্রতি৷ এবং আছে বলেই আমরা বারবার ব্যাহত হলেও গণতন্ত্রে প্রত্যাবর্তন করছি'', বললেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহামেদ মিজারুল কায়েস৷

https://p.dw.com/p/Odxl
ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে পররাষ্ট্র সচিব মোহামেদ মিজারুল কায়েসছবি: DW/Al-Farooq

বাংলাদেশ ও জার্মানির মধ্যে সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত৷ জার্মানি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এক উন্নয়ন সহযোগী৷ সম্পর্কের সেই ঘনত্বের সাথে সঙ্গতি রাখতেই দু দেশের মধ্যে প্রতি বছর পররাষ্ট্র সচিব পর্যায়ে নিয়মিত আলাপ আলোচনার সূত্রপাত হোক, চায় বাংলাদেশ৷

Bangladesch Staatssekretär Mohamed Mijarul in Berlin
ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস’এর সঙ্গে পররাষ্ট্র সচিবছবি: DW/Al-Farooq
Bangladesch Staatssekretär Mohamed Mijarul in Berlin
দীর্ঘ সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিবছবি: DW/Al-Farooq

কীভাবে এই আলোচনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যায়, বিভিন্নমুখী সহযোগিতার কীভাবে আরও প্রসার ঘটানো যায়, তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস সংশ্লিষ্ট জার্মান কর্মকরতাদের সঙ্গে আলোচনা করছেন বার্লিনে৷ তাঁর মুখ্য আলোচনা সহযোগী জার্মান পররাষ্ট্র দপ্তরের রাষ্ট্রসচিব ড. ভল্ফ রুহহার্ট বর্ন৷ বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নানের বাসভবনে পররাষ্ট্র সচিব মোহামেদ মিজারুল কায়েসের সাক্ষাৎকার নিয়েছেন বৃহস্পতিবার ডয়চে ভেলের আব্দুল্লাহ আল-ফারূক৷

সাক্ষাৎকার: আব্দুল্লাহ আল ফারূক
সম্পাদনা: সঞ্জীব বর্মন