1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণিত অলিম্পিয়াডের যে ভিডিওটি ভাইরাল

১৭ জুলাই ২০১৮

৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথমবারের মত বাংলাদেশের শিক্ষার্থী স্বর্ণপদক জয় করেছে-খবরটি পুরোনো হলেও এই পদক অনুষ্ঠানের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে৷

https://p.dw.com/p/31ZXn
Ahmed Zawad Chowdhury Gold Medaille Mathe Olympiade Screenshot Video
ছবি: Facebook/Munir Hasan

আহমেদ জাওয়াদ চৌধুরী এখন বাংলাদেশিদের কাছে এক পরিচিত নাম৷ কেননা গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে তিনিই প্রথম অর্জন করেছেন স্বর্ণ পদক৷ অলিম্পিয়াডে বাংলাদেশ দলের এই সদস্য চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী৷

রোমানিয়ার ১২ জুলাই স্বর্ণ জয়ের কৃতিত্ব অর্জন করেন জাওয়াদ৷ তাঁর স্বর্ণপদক গ্রহণের মুহূর্তটি মোবাইলে ধারণ করা হয় এবং সেটি ১৩ তারিখ ফেসবুকে আপলোড করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক হলেন মুনির হাসান৷ মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়৷ এ পর্যন্ত প্রায় ৭ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি৷ শেয়ার হয়েছে ১১ হাজার বার৷

৩ জুলাই রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে বসেছিল আইএমও-র এবারের আসর৷ মোট ৪২ নম্বরের পরীক্ষায় ৩২ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক অর্জন করেন জাওয়াদ৷ এটিই বাংলাদেশ দলের প্রথম স্বর্ণপদক অর্জন৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান