গণিত অলিম্পিয়াডের যে ভিডিওটি ভাইরাল
১৭ জুলাই ২০১৮বিজ্ঞাপন
আহমেদ জাওয়াদ চৌধুরী এখন বাংলাদেশিদের কাছে এক পরিচিত নাম৷ কেননা গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে তিনিই প্রথম অর্জন করেছেন স্বর্ণ পদক৷ অলিম্পিয়াডে বাংলাদেশ দলের এই সদস্য চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী৷
রোমানিয়ার ১২ জুলাই স্বর্ণ জয়ের কৃতিত্ব অর্জন করেন জাওয়াদ৷ তাঁর স্বর্ণপদক গ্রহণের মুহূর্তটি মোবাইলে ধারণ করা হয় এবং সেটি ১৩ তারিখ ফেসবুকে আপলোড করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক হলেন মুনির হাসান৷ মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়৷ এ পর্যন্ত প্রায় ৭ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি৷ শেয়ার হয়েছে ১১ হাজার বার৷
৩ জুলাই রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে বসেছিল আইএমও-র এবারের আসর৷ মোট ৪২ নম্বরের পরীক্ষায় ৩২ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক অর্জন করেন জাওয়াদ৷ এটিই বাংলাদেশ দলের প্রথম স্বর্ণপদক অর্জন৷
এপিবি/ডিজি