গরমের অনিন্দ্য কিছু ছবি
গরমে রঙিন হয়ে ওঠে বিশ্ব৷ আলোকচিত্রে নানা রংয়ের কিছু চিত্র থাকছে এখানে৷
শৈল্পিক কায়াকিং
ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে হংকংয়ের কায়াকিংয়ের এই বর্নিল ছবি৷
ভিলনিউসের গোলাপি রং
লিথুনিয়াতে গরমের খাবার পিঙ্ক স্যুপ৷ ক্রিম ও ডিম দিয়ে আলু সেদ্ধ বা ফ্রাইড৷ আর একে ঘিরে হয় পিঙ্ক স্যুপ ফেস্টিভাল৷ সেখানেই এমন আনন্দে মাতেন সবাই৷
সমুদ্রকে আলিঙ্গন
ব্রাজিলের রিওতে সাও কনরাডো বিচে এভাবেই মানব বন্ধন হয় বিশ্ব সমুদ্র দিবসে৷ সেখানে এমনভাবে হাতে হাত ধরে সমুদ্রকে আলিঙ্গন করা হয়৷
প্লাস্টিকের পোশাক
ইন্দোনেশিয়ার অনেক মানুষ প্লাস্টিককে বড় সমস্যা হিসেবে দেখেন৷ তাই এভাবে তারা প্রতিক্রিয়া দেখান প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে৷
ফ্লোরিডায় রংধনু প্রতিবাদ
ফ্লোরিডায় সমকামী দিবসে এভাবেই রংধনুর মিকি মাউস চশমা পড়ে মাঠে নামেন অনেক মানুষ ৷
বার্লিনের সূর্য
গরমে জার্মানি স্বস্তির জায়গা৷ যেখানে ইউরোপের অন্যান্য জায়গায় নানান রকমের খরা দুর্যোগে পর্যুদস্ত থাকে, সেখানে জার্মানি অনেককেই দম ফেলার ফুরসত দেয়৷
বিশ্বাস ও সংস্কৃতির মিলন
বলিভিয়ার রাজধানী লা পাজে ‘ফিয়েস্তা দেল গ্রান পোডার’ একটি রঙিন উৎসব৷ এখানে ধর্মীয় ও উপজাতীয় ঐতিহ্য একসাথে মিশেছে৷
শততম-তে ১০০
প্রিন্স রেইনিয়ার না থাকলে, মোনাকো আজকের মতো ধনী ও সুন্দর হত না৷ তিনি ভূমধ্যসাগরের এই রাজত্বকে সমৃদ্ধ করেছেন৷ তার শততম জন্মবার্ষিক উপলক্ষে ১০০ জন শিক্ষার্থী ১০০টি পায়রা উড়িয়েছে৷ ছিল আতশবাজিসহ আরো আয়োজন৷
বুদ্ধকে গোসল
ইন্দোনেশিয়ার মোজোকারতোতে বিশাখা পূজা উৎসবের জন্য এই বুদ্ধমূর্তি ঝকঝকে ও চকচকে হবার কথা৷ তাই এই আয়োজন৷