1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গরম কমাতে বেশি গাছ লাগাতে হবে’

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৬ এপ্রিল ২০২৪

তীব্র তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, ফসলেও পড়ছে বৃষ্টিহীন রুক্ষতার প্রভাব, তখনই গরমের কারণ ও তা কমানোর উপায় নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি৷

https://p.dw.com/p/4fDKi
এক ব্যক্তি পানি পান করছেন
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে তীব্র তাপদাহ হচ্ছে বলে মনে করেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনছবি: Mohammad Ponir Hossain/REUTERS

বর্তমানে তিনি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য৷

ডয়চে ভেলে: এ বছর বাংলাদেশে তীব্র তাপ প্রবাহের কারণ কী?

মো. শাহাব উদ্দিন: এটা জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে হচ্ছে৷ সৌদি আরবে বরফ পড়ছে৷ দুবাইতে অবিশ্বাস্য রকম বৃষ্টি হলো ৷ ওভার অল সারাবিশ্বের একই পরিস্থিতি৷ ভবিষ্যতে এর প্রভাব আরো বেশি পড়বে বলে আমার মনে হচ্ছে৷

জলবায়ু পরিবর্তনের এই প্রভাব কমাতে আমাদের এককভাবে ভূমিকা রাখার কি কোনো সুযোগ আছে?

আমারা তো জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে আছি৷ সবারই এই হুমকি মোকাবেলায় কাজ করতে হবে৷ আমাদেরও অনেক কিছু করার আছে৷ গাছ না কেটে সবার আগে আমাদের বেশি করে গাছপালা লাগাতে হবে৷ দেখেন, ঢাকাসহ আরো অনেক জায়গায় তীব্র গরম৷ কিন্তু সিলেটে বৃষ্টি হচ্ছে৷ সেখানে এত গরম না৷ এর কারণ হলো সিলেটে গাছপালা আছে৷ আমরা যদি বেশি করে গাছপালা লাগাই তাহলে হয়ত এই তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে৷ তা না করে আমরা যদি গাছ কেটে ফেলি, তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে৷

‘যেভাবেই হোক আমরা গাছ কেটে ফেলছি’

আমাদের এমনিতেই গাছপালা কম৷ তার ওপরে গত তিন-চার বছরে ঢাকার গাছপালা যা ছিল তার আরো ১৫ ভাগ কমে গেছে৷ এমন কেন হচ্ছে?

যেভাবেই হোক আমরা গাছ কেটে ফেলছি৷ সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় সারাদেশে বেশ কিছু গাছ লাগানো হয়েছিল৷ সেগুলোও আমরা ধরে রাখতে পারছি না৷ সেগুলো ৭ থেকে ১২ বছরের মাথায় কেটে বিক্রি করে ফেলা হয়৷ যারা সামাজিক বনায়নের গাছ লাগায়, তাদের যদি সরকার অর্থ দিয়ে ওই গাছগুলো কিনে নেয়, তাহলে গাছগুলো থেকে যাবে৷ সামাজিক বনগুলো আর নষ্ট হবে না৷ এই প্রক্রিয়ায় আমাদের সামাজিক বনায়ন বাড়াতে হবে৷

আমরা ঢাকা শহরেও কিছু দিন আগে উন্নয়নের নামে গাছ কাটতে দেখেছি...

প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে- পরিবেশ রক্ষা করেই উন্নয়ন করতে হবে৷ পরিবেশ ধ্বংস করে উন্নয়ন নয়৷ পরিবেশ বাঁচাতে হবে, উন্নয়নও করতে হবে ৷ এখন মন্ত্রণালয়গুলোকে সেভাবেই কাজ করতে হবে৷ পরিকল্পনা করতে হবে৷ সেটা না হলে তো হবে না৷

এই তাপ প্রবাহ তো একটা দুর্যোগ৷ মানুষের উৎপাদনশীলতা কমে৷ কৃষি ক্ষতিগ্রস্ত হয়৷ বন্যা, ঘুর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে দেখি ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়৷ কিন্তু তাপ প্রবাহে সেই উদ্যোগ নেই কেন?

হ্যাঁ এখানেও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা দরকার৷ সবার এগিয়ে আসা উচিত৷ সরকারের তো ফান্ড আছে বন্যা, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য৷ আমার মনে হয় সেই ফান্ড এখানে ব্যবহার করা যায়৷ তাপপ্রবাহে ক্ষতিগ্রস্তদের সেখান থেকে সহায়তা দেয়া দরকার৷

ঢাকা এবং আশপাশে পাঁচ ধরনের বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে যা গরম বাড়াচ্ছে...

হ্যাঁ, এরমধ্যে আছে ইটভাটা৷ ইটভাটা তো সারাদেশেই বিষাক্ত গ্যাস তৈরি করছে৷ বন্ধে নানা ব্যবস্থা নেয়া হয়েছে৷ আমরা পরিবেশ মন্ত্রণালয় চেষ্টা করেছি৷ অধিদপ্তরও চেষ্টা করছে৷ তারপরও তো থামানো যাচ্ছে না৷ আর গাড়ির কালো ধোঁয়া, উন্নয়নমূলক কাজের সময় সঠিক নিয়মে না করায় বাতাস দূষিত হয়৷ ভবন নির্মাণের সময় একই অবস্থা হয়৷ অনেক দপ্তর আছে এগুলো দেখার জন্য৷ আর আমাদের সচেতনতার অভাব আছে৷ আমরা নিজেরাও আসলে পরিবেশ রক্ষা করে কাজ করার চেষ্টা করি না৷

জলবায়ু , তাপ প্রবাহ এসব নিয়ে সার্বিক পরিকল্পনা ও সমন্বিত কাজের দরকার আছে?

হ্যাঁ, দরকার আছে৷ এই গরমে ঢাকা নারায়ণগঞ্জে সড়কে পানি ছিটানো হচ্ছে৷ সেটা ভালো উদ্যোগ৷ এটা সৌদি আরবেও আমি দেখেছি৷ তবে এগুলো বিচ্ছিন্ন উদ্যোগ৷ এখন আমাদের পরিকল্পনা করে কাজ করতে হবে৷ আর ব্যাপকভাবে বনায়ন ও গাছ লাগানোর কোনো বিকল্প নেই৷

এ নিয়ে সংসদীয় কমিটির কি কোনো চিন্তা আছে?

আমরা সংসদীয় কমিটি এটা নিয়ে কাজ করবো৷ একটা নীতিমালা করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেবো৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য