1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইম্বলডন

২৬ জুন ২০১২

এই মুহূর্তে রাফায়েল নাদাল বেশ ফর্মে রয়েছেন৷ পরপর সাতবার ফ্রেঞ্চ ওপেন জিতে রেকর্ড সৃষ্টি করেছেন৷ প্রথম দিনের খেলায় জকোভিচ কার্লোস ফেরেরোকে হারিয়ে লুকিয়ে একটু চিবিয়ে নিলেন ঘাস৷

https://p.dw.com/p/15LYB
ছবি: Reuters

গত বছর উইম্বলডনে রাফায়েল নাদালকে হারিয়েছিলেন জকোভিচ৷ এরপরই তিনি বিশ্ব ব়্যাংকিং-এ শীর্ষে পৌঁছান টেনিসে৷ সেই স্থানটি তিনি এখনো ধরে রেখেছেন৷ বলা প্রয়োজন, উইম্বলডনের মাঠ হচ্ছে গ্রাস কোর্ট আর ফ্রেঞ্চ ওপেনে খেলা হয় ক্লে কোর্টে৷ গত বছর জকোভিচ যখন বিজয়ী হিসেবে খেলা শেষ করেন তখন মাঠ থেকে একটু ঘাস ছিড়ে নিয়ে মুখে পুড়েছিলেন৷ আর কিছু ধরে চিবোতে থাকেন৷ একই কাজ করলেন সোমবার৷ স্প্যানিয়ার্ড কার্লোস ফেরেরাকে ৬-৩, ৬-৩, ৬-১ সেটে পরাজিত করার পর নিচু হয়ে বসে একটু ঘাস ছিড়ে নিয়ে সঙ্গে সঙ্গেই তা মুখে পুড়েন এবং চিবোতে থাকেন৷ মনে হচ্ছে স্প্যানিয়ার্ডদের হারানোর পর এটা হচ্ছে নোভাক জকোভিচের ‘রিচুয়াল' বা ‘আচার'৷

তবে প্রথম দিকে কিছুটা সমস্যা হচ্ছিল জকোভিচের ঘাসের কোর্টে খেলতে৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ঘাসের ওপর কেউ হেঁটে পর্যন্ত যায়নি৷ ঘাসগুলো ছিল নরম এবং মসৃন৷ অন্যরকম এক অনুভূতি৷ এখানে খেলতেই অন্যরকম লাগে৷''

আর রাফায়েল নাদাল? যদি তিনি এবারের উইম্বলডন জেতেন তাহলে তা হবে তার তৃতীয় উইম্বলডন৷ মঙ্গলবার তিনি খেলছেন ব্রাজিলের থোমাজ বেলুচির সঙ্গে৷ গত মাসে তিনি ফ্রেঞ্চ ওপেনে নোভাক জকোভিচকে হারিয়েছেন৷ এবারও কি উইম্বলডনে তিনি মুখোমুখি হবেন জকোভিচের? সেই চিন্তা তিনি একেবারেই করতে চাননা৷ তিনি নিশ্চিন্ত মনে খেলে যেতে চান৷ তিনি বলেন, ‘‘এই মুহূর্তে উইম্বলডন জেতা বা তা নিয়ে চিন্তা ভাবনা করা হবে এক ধরণের পাগলামি এবং দম্ভিকের মত কাজ৷ গত কয়েক মাসে আমি যেভাবে খেলছি সবকিছু যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমি খুব খুশি৷ এই সিজনের শুরুটা আমার জন্য বেশ ইতিবাচক ছিল আমি তা ধরে রাখতে চাই৷''

এমজে / ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য