ক্ষুব্ধ বাংলাদেশ
১৩ জুলাই ২০১৪বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আরো রক্তপাত ও প্রাণহানি বন্ধে সব পক্ষকে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে হবে৷ শান্তি প্রক্রিয়া আবার শুরুর লক্ষ্যে আলোচনা শুরু করতে হবে৷ বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনি ভূমি দখল বন্ধ করতে হবে৷ পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র থাকতে হবে৷''
বিবৃতিতে আরো বলা হয়, ‘‘গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলায় প্রানহনির ঘটনায় বাংলাদেশ গভীরভাবে মর্মাহত৷''
এদিকে বিএনপি'র চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ‘‘ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের দাবিকে ধ্বংস করার জন্যই সমস্ত হিংস্রতা দিয়ে এই সামরিক আক্রমণ চালানো হচ্ছে৷ আমি গাজা উপত্যকায় ইসরায়েলের এহেন সামরিক অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷ অবিলম্বে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর অন্যায় বর্বরোচিত হামলা বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি৷ ইসরায়েল যদি তার আগ্রাসী মনোভাব বরাবরের মতো অব্যাহত রাখে তাহলে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি ফিরে আসবে না৷''
তিনি বলেন, ‘‘আমি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি তারা যেন ইসরায়েলকে জীবনবিনাশী ও বিধ্বংসী সামরিক অভিযান বন্ধ করতে চাপ সৃষ্টি করে এবং ফিলিস্তিনি জনগণের জানমালের নিরাপত্তায় এগিয়ে আসে৷''
অপর এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ইসরায়েলের এই হামলাকে সাম্প্রতিককালের সবচেয়ে নিষ্ঠুর ও পৈশাচিক বলে আখ্যায়িত করেন৷
এদিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে বলেন, ‘‘বিশ্ব জনমত উপেক্ষা করে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে৷ বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলেও ইসরায়েল হামলা বন্ধ করছে না৷ ইসরায়েল বিশ্ব জনমতের কোনো তোয়াক্কাই করছে না৷'' তিনি গাজায় হত্যা বন্ধের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা এবং শান্তিকামী রাষ্ট্রের প্রতি আহ্বান জানান৷
জামায়াত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে৷
শনিবার ঢাকা ও চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় কয়েকটি ইসলামি সংগঠন ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে৷ তারা পবিত্র রমজান মাসে এই হামলা বন্ধের আহ্বান জানান৷