গাজায় গণহত্যার মতো ‘কার্যকলাপ' দেখা যায়নি: যুক্তরাষ্ট্র
৪ জানুয়ারি ২০২৪আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-তে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করায় সাউথ আফ্রিকার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র৷ ‘গাজার মানুষের উপর গণহত্যা চালানোর' অভিযোগে ইসরায়েলে বিরুদ্ধে হেগভিত্তিক আদালতে এই মামলার শুনানি শুরু হবে আগামী সপ্তাহে৷
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মামলাটিকে, ‘‘অযোগ্য, ‘কাউন্টারপ্রোডাক্টিভ' এবং সম্পূর্ণ ভিত্তিহীন'' বলে অভিহিত করেছেন৷
অন্যদিকে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার অভিযোগটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ‘‘এই মুহূর্তে আমরা এমন কার্যকলাপ দেখছি না যা গণহত্যা বলে বিবেচিত হতে পারে৷''
মিলার সাংবাদিকদের বলেন, ‘‘গণহত্যা অবশ্যই জঘন্য নৃশংসতা৷ এটা এমন অভিযোগ যা হালকাভাবে গঠিত হওয়া উচিত নয়৷''
সাউথ আফ্রিকা প্রায়ই ফিলিস্তিনিদের সঙ্গেইসরায়েলের আচরণের সমালোচনা এবং কর্মকাণ্ডকে নিজেদের জাতিবিদ্বেষের ইতিহাসের সঙ্গে তুলনা করে৷ তাদের অভিযোগ, ‘গাজায় ফিলিস্তিনিদের ধ্বংসের সুনির্দিষ্ট অভিপ্রায় নিয়ে' কার্যকলাপ চালাচ্ছে ইসরায়েল৷
গাজায় সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে আদালতের কাছে নির্দেশনার আবেদন জানিয়েছে দেশটি৷ অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, আইসিজে-তে তারা আত্মপক্ষ সমর্থন করবে৷ সাউথ আফ্রিকার এই উদ্যোগকে ষড়যন্ত্র হিসেবেও অভিহিত করেছে তারা৷
এদিকে গাজার ফিলিস্তিনিদের পুনর্বাসন করা নিয়ে ইসরায়েলের দুই মন্ত্রীর প্রস্তাবের কড়া সমলাচোনা করেছে যুক্তরাষ্ট্র৷ তাদের বক্তব্য সরকারের অবস্থান নয় বলে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে বলে জানিয়েছে ওয়াশিংটন৷
৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ মানুষকে হামাস হত্যা করার পর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল৷ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইসরায়েলসহ বিভিন্ন দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে৷
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া বুধবারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় মারা গেছেন ২২ হাজার ৩১৩ ফিলিস্তিনি৷
এফএস/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ, এপি)