গাজায় ইসরায়েলি সহায়তা
১৭ সেপ্টেম্বর ২০১৪জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে রবার্ট সেরি জানান, ৫০ দিনের যুদ্ধে গাজায় বিশেষত ঘর-বাড়ি, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ কিছু অফিস-আদালতের যে ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করার কাজে ফিলিস্তিনকে সহায়তা দিতে রাজি হয়েছে ইসরায়েল৷ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, ৫০ দিন ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার মূল্যমানের ক্ষতি হয়েছে৷ এ যুদ্ধে অন্তত একুশ শ' ফিলিস্তিনি মারা যায়, উপর্যুপরি হামলার মুখে ঘর ছাড়তে বাধ্য হয় কমপক্ষে এক লাখ মানুষ৷ ইসরায়েলের বিমান হামলায় জাতিসংঘের অন্তত ১১১টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে৷
রবার্ট সেরি জানিয়েছেন, গাজায় ঘরবাড়ি, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুননির্মাণে সহায়তা দিতে রাজি হলেও এ বিষয়ে শঙ্কাও প্রকাশ করেছে ইসরায়েল৷ দেশটি মনে করে, ইট-সুড়কি ঘর-বাড়ি নির্মাণের জন্য দেয়া হলেও হামাস তা যুদ্ধে ক্ষতিগ্রস্ত সুড়ঙ্গ ঠিক করার কাজে ব্যবহার করতে পারে৷
এদিকে ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা গাজা থেকে আবার রকেট হামলা চালানোর অভিযোগ তুলেছেন৷ লেফটেন্যান্ট কর্নেল পিটার লেরনার টুইটারে জানান, যুদ্ধবিরতি কার্যকর হবার পর এই প্রথম আবার গাজা থেকে ছোড়া একটি মর্টার ইসরায়েলে আঘাত হেনেছে, তবে তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি৷ হামাস এ অভিযোগ অস্বীকার করেছে৷ হামাস নেতা সামি আবু জুহরি বলেছেন, ‘‘ইসলায়েলের ওপর হামলা চালানোর কোনো চিহ্ন বা কারণ দেখছিনা৷ আমরা শান্তি বজায় রাখার পথে অঙ্গীকারবদ্ধ৷''
এসিবি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)