1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গান গেয়ে শিখুন বিদেশি ভাষা

৩১ জুলাই ২০১৩

বিদেশি ভাষা শেখা সবার জন্যই কঠিন৷ কারো বেলায় কম, কারো একটু বেশি৷ কিন্তু কঠিন কাজটি সহজ হতে পারে গান গাইলে৷ ভাবছেন, গানের সঙ্গে ভাষা শেখার কী সম্পর্ক? গবেষণা বলছে, গানের সহায়তা নিলে অনেক সহজ হয়ে যায় ভাষা শেখা৷

https://p.dw.com/p/19HFL
ছবি: Fotolia/laurent hamels

ড. কারেন এম. লুডকে বেশ সময় নিয়ে কাজ করেই পৌঁছেছেন এ সিদ্ধান্তে৷ স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ এডিনবার্গে পিএইচডি করছেন তিনি৷ ভাষা শিক্ষার সঙ্গে গানের সম্পর্কটা কত নিবিড় তা জানতে পেরেছেন পিএইচডির অংশ হিসেবে করা গবেষণাকর্মে৷ ষাটজন ইংরেজি ভাষীকে তিনটি অংশে ভাগ করে এক অংশকে হাঙ্গেরিয়ান ভাষার ছোট্ট একটি বাক্য শুনিয়ে বলা হয়েছিল সুর করে গাইতে৷ বাকি দু দলের একটিকে বলা হলো সেই বাক্যটি ছন্দবদ্ধভাবে উচ্চারণ করতে আর তৃতীয় দলটির কাজ ছিল সেই বাক্য বারবার পড়ে যাওয়া৷ সহজ এই পরীক্ষা শেষে দেখা গেল সাধারণভাবে পড়ে পড়ে যাঁরা রপ্ত করতে চেয়েছিলেন তাঁদের চেয়ে দ্বিগুণ দক্ষতায় হাঙ্গেরির সেই কথাটি শিখে ফেলেছেন গায়ক শিক্ষার্থীরা৷ ছন্দে ছন্দে শিখতে চাওয়া বিশজনও পাত্তা পাননি তাঁদের কাছে!

যুক্তরাষ্ট্রভিত্তিক মেমরি অ্যান্ড কগনিশন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে তাই কারেন এম. লুডকে খুশিমনেই দাবি করলেন, ‘‘শোনা এবং গাওয়া – এই পদ্ধতি যে বিদেশি ভাষা শেখায় বিশেষ সহায়ক তা গবেষণার মাধ্যমে এই প্রথম দেখানো হলো৷'' তিনি মনে করেন, সুর মানুষের স্মৃতিশক্তি বাড়ায় কিনা, তার ফলে বিদেশি শব্দ বা বাক্য মনে রাখা সহজ হয় কিনা – এটা খতিয়ে দেখার জন্য আরো গবেষণা চলতে পারে৷

এসিবি/এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য