বিজ্ঞান কংগ্রেস
৫ জুন ২০১৩এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস৷ সারা দেশ থেকে বাছাই করা প্রায় ২৭০ জন স্কুল শিক্ষার্থী তাতে অংশ নেয়৷ সেখানে তারা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে৷ এর মধ্য থেকে কয়েকটিকে সেরা হিসেবে মনোনীত করে একটি বিচারক প্যানেল৷ যাদের প্রকল্প বিজয়ী হয়েছে তাদেরকে নিয়ে একটি বিজ্ঞান ক্যাম্প করার পরিকল্পনা করছেন আয়োজকরা৷
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে এই কংগ্রেসের আয়োজন করে৷
ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এসপিএসবি-র সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী বলেন, কংগ্রেস আয়োজনের মূল উদ্দেশ্য দুটি৷ এক, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা; এবং দুই, গুগল বিজ্ঞান মেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা৷
তিনি বলেন, বাংলাদেশের শিশু-কিশোরদের মধ্যে যে মেধার অভাব নেই তা আবারও দেখা গেছে কংগ্রেসে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে৷ তবে গুগলের মেলায় অংশ নেয়ার মতো পরিস্থিতিতে তারা এখনো নেই৷ কারণ গুগল মেলাটা অনেক বেশি বিজ্ঞান ভিত্তিক৷ কিন্তু আমাদের দেশে যে বিজ্ঞান মেলাগুলো হয় সেগুলো ততটা বিজ্ঞানভিত্তিক নয়৷ ‘‘তাই আমরা চাইছি শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে,'' বলেন ফারসীম, যিনি বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের একজন সহকারি অধ্যাপক৷
সেরাদের সেরা
প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটেগরিতে সেরাদের সেরা বিবেচিত হয়েছে ফারদিম মুনির রুবাই৷ ঢাকার স্যার জন উইলসন স্কুলের এই শিক্ষার্থীর বিষয় ছিল স্বপ্ন৷ মানুষ কেন স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে সে ব্যথা পায় কী না, স্বপ্নের কতখানি সে মনে করতে পারে এমন বিষয় নিয়ে কাজ করেছে রুবাই৷ তার সম্পর্কে ফারসীমের মূল্যায়ন, ‘‘ফারদিম খুব মন দিয়ে তার কাজটি করেছে৷ ফলে বিচারকদের প্রশ্নে উত্তর সে খুব আত্মবিশ্বাসের সঙ্গে দিতে পেরেছে৷''
সিনিয়র ক্যাটেগরিতে সেরাদের সেরা হয়েছে ঢাকার বাইরে অবস্থিত তাহফিজুল কোরআনুল করিম মাদ্রাসার শিক্ষার্থী ওমর ফারুক৷ তার সম্পর্কে বলতে গিয়ে ফারসীম বলেন, ‘‘মজার ব্যাপার হচ্ছে, সে মাদ্রাসা থেকে এসেছে এবং সে তার মাদ্রাসায় কীভাবে বিজ্ঞান সচেতনতামূলক কর্মসূচি চালু করা যায় সেই বিষয়টা নিয়ে একটা জরিপ চালিয়েছে – যেটা বেশ বিজ্ঞানসম্মত ছিল৷ এছাড়া সে একে একে তার সীমাবদ্ধতার কথাও আমাদের জানিয়েছে৷''
বিজ্ঞান ক্যাম্প
প্রতিযোগিতা থেকে বাছাই করা প্রায় ৩০ জন শিক্ষার্থী ও সারা দেশ থেকে আনা কয়েকজন বিজ্ঞান শিক্ষককে নিয়ে আগামী মাসে ঢাকায় একটি বিজ্ঞান ক্যাম্প করার পরিকল্পনার কথা জানান ফারসীম৷ এই ক্যাম্পের নাম দেয়া হয়েছে ‘জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প৷' এ প্রসঙ্গে তিনি গতবছর আয়োজন করা ক্যাম্পের কথা স্মরণ করেন৷ সেবার শুধু শিক্ষকদের নিয়ে ক্যাম্প করা হয়েছিল৷ বিভিন্ন জেলা থেকে প্রায় ৮০ জন শিক্ষক তাতে অংশ নিয়েছিলেন৷ কীভাবে কম খরচে বিজ্ঞান শিক্ষাকে আরও আনন্দদায়ক করা যায় সেসব বিষয়ে তাদের জানানোর চেষ্টা করা হয়েছে৷