গ্রিসে জ্বললো প্যারিস অলিম্পিকের মশাল
শুরু থেকে চলে আসা নিয়ম মেনে ১৭ এপ্রিল অলিম্পিকের জন্মভূমি গ্রিসে জ্বালানো হয়েছে অলিম্পিক মশাল৷গ্রিস প্রদক্ষিণ করে মশাল যাবে ২০২৪ অলিম্পিকের আয়োজক দেশ ফ্রান্সে৷ ছবিঘরে অলিম্পিক মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠানের বিস্তারিত...
জ্বলে ওঠার আগে
গ্রীসের অলিম্পিয়ায় আনুষ্ঠানিকতা শুরুর আগে অলিম্পিক মশাল এবং মশাল জ্বালানোর কলড্রন বা কড়াই৷
যার হাতে জ্বললো মশাল
প্রাচীন প্রথা অনুযায়ী এবারও গ্রিসের অলিম্পিয়ায় মশাল জ্বালানোর অনুষ্ঠানে পুরোহিতের ভূমিকা পালন করেন একজন নারী৷ এবার এ ভূমিকায় ছিলেন গ্রিসের অভিনেত্রী ম্যারি মিনা৷ছবিতে আনুষ্ঠানিকতা শুরুর আগে অলিম্পিক শিখা হাতে ম্যারি মিনা৷
১০০ দিন আগে...
২০২৪ অলিম্পিক শুরু হবে ২৬ জুলাই৷ বরাবরের মতো এবারও আসর শুরুর ঠিক ১০০ দিন আগে অলিম্পিয়ায় জ্বালানো হলো মশাল৷ ছবিতে অনুষ্ঠানের অন্য পারফর্মারদের সঙ্গে পুরোহিতের ভূমিকা পালন করা ম্যারি মিনা (প্রথম সারির ডান দিকে)৷
নৃত্যানুষ্ঠান
মশাল জ্বালানোর অনুষ্ঠানে ম্যারি মিনা এবং সহশিল্পীদের দৃষ্টিনন্দন নাচ৷
সেই মুহূর্ত
অলিম্পিয়ায় মশাল জ্বালালেন ম্যারি মিনা৷এই মুহূর্তটির পরই আসলে শুরু হয়ে যায় অলিম্পিক গেমসের কাউন্টডাউন৷ এবারও তাই হয়েছে৷ শুরু হয়ে গেছে ১০০, ৯৯... এভাবে ২৬ জুলাইয়ের আগমনের ক্ষণ গণনা৷
এ আলো ছড়িয়ে যাবে...
অলিম্পিয়ায় অলিম্পিক মশালের হাতবদল৷ গ্রিসের রোয়ার স্তেফানোস ন্তোউসকসের হাতে মশাল তুলে দিচ্ছেন ম্যারি মিনা৷
গ্রিস থেকে মশাল যাবে ফ্রান্সে
আগামী ২৬ এপ্রিল অলিম্পিক ২০২৪-এর আয়োজক ফ্রান্স অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হবে মশাল৷ তার আগে টানা ১১ দিন গ্রিসে ঘুরে বেড়াবে অলিম্পিকের এই শিখা৷ ছবিতে মশাল জ্বালানোর অনুষ্ঠানে নৃত্যানুষ্ঠানের এক মুহূর্ত৷
১১ দিনে ৫০০ কিলোমিটার
১৭ এপ্রিল অলিম্পিয়ায় ম্যারি মিনার কাছ থেকে মশাল গ্রহণ করার পর ছুটে যাচ্ছেন স্তেফানোস ন্তোউসকস৷ তার হাত থেকে মশাল যাবে দ্বিতীয় জনের কাছে৷ এভাবে নানা জনের হাত ঘুরে ঘুরে ১১ দিনে গ্রিসের ৫০০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে অলিম্পিক মশাল৷