1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রেপ্তার জামায়াত নেতাদের রিমান্ডে চায় পুলিশ

৭ সেপ্টেম্বর ২০২১

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ নয়জনকে ঢাকার বসুন্ধরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে ভাটারা থানায়৷

https://p.dw.com/p/400IE
Bangladesch Dhaka Anschlag Holey Artisan Bakery Polizei
ছবি: picture-alliance/dpa

ভাটারা থানার ওসি সাজেদুর রহমান ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার সকালে এ তথ্য জানান৷ তিনি বলেন, ‘‘আমরা তাদের ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠাব৷'' সোমবার সন্ধ্যায় পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয়জনকে গ্রেপ্তার করে৷

আসামিদের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন৷

তাদের গ্রেপ্তারের পর ঢাকার পুলিশ কমিশনার মোহা.শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ‘‘গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়৷ তাদের কাছে যেসব আলামত পাওয়া গেছে, সেগুলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷''

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য