1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘূর্ণিঝড় তাউতের তাণ্ডব ভারতে, মৃত ৪

১৭ মে ২০২১

ভারতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় তাউতে। কর্ণাটক, কেরালা ও গোয়ায় চারজন মারা গেছেন। বিশাল এলাকা জুড়ে ধ্বংসলীলা চালিয়েছে ঘূর্ণিঝড়।

https://p.dw.com/p/3tTnh
মুম্বইয়ের আকাশে কালো মেঘ, বইছে প্রবল হাওয়া। বৃষ্টি পড়ছে। ছবি: Vijay Bate/Hindustan Times/imago images

এই নিয়ে গত তিন বছরে ২০টি ঘূর্ণিঝড় আছড়ে পড়ল কেরালায়। রোববার তাউতে কেরালার বিশাল এলাকা জুড়ে ধ্বংসলীলা চালিয়েছে। বাড়ি ভেঙে পড়েছে। উপড়ে গেছে গাছ। বিদ্যুতের পোল ভেঙে পড়েছে।

কেরালায় এখন করোনার কারণে লকডাউন ঘোষণা করা হয়েছে। তার উপর আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ''কেউ যেন করোনা বিধি না ভাঙেন। দুর্গত এলাকায় খাবার পৌঁছে দেয়া হবে। কোচিতে একটি জলযান থেকে ১২ জন সহকর্মীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

কর্ণাটকেও ঝড়ের দাপটে প্রচুর বাড়ি পড়ে গেছে। মহারাষ্ট্রে সোমবার প্রবল বৃষ্টি হচ্ছে। মুম্বই বিমানবন্দর বেলা এগারোটা থেকে দু-টো পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পাঁচশ-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় একশ কিলোমিটার গতিতে হাওয়া বইছে। মুম্বইয়ে মনোরেল চলাচলও বন্ধ রাখা হয়েছে।

গুজরাটে দেড় লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টি শুরু হয়। সোমবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় গুজরাটে আছড়ে পড়ার কথা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গুজরাটে ঝড়ের গতি প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। গুজরাট ও মহারাষ্ট্রর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)