চকিত বন্যায় স্পেন জলের তলায়
প্রবল ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি। তারপরেই চতিক বন্যায় ভেসে গেল স্পেন। তিনজন মারা গেছেন। নিখোঁজ তিন।
স্পেনের অবস্থা
সাধারণত ভারত, পাকিস্তান, বাংলাদেশে এই ধরনের ছবি দেখা যায়। এখন তা দেখা গেল স্পেনে। প্রবল বৃষ্টি ও ঝড়ের পর রাস্তা পরিবর্তিত হয়ে গেল এক ভয়াবহ নদীতে। প্রবল গতিতে জল ছুটতে শুরু করলো সেই রাস্তা দিয়ে।
মৃত তিন
এখনো পর্যন্ত এই বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। তিনজন নিখোঁজ। একজন মারা গেছেন লিফটে জল ঢোকার ফলে, আরেকজনের গাড়িতে জল ঢুকে মৃত্যু হয়েছে। তৃতীয়জনের দেহ নদীতে পাওয়া গেছে। প্রচুর মানুষ আটকে পড়েছেন। মাদ্রিদের থেকে ৫০ কিলোমিটার দূরে টোলেডোতে হেলিকপ্টার পাঠিয়ে মানুষকে উদ্ধার করতে হয়েছে। তারা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিলেন।
মাদ্রিদের ছবি
মাদ্রিদ অঞ্চলের অবস্থা শোচনীয়। সমস্ত রাস্তায় এখন হয় নদী না হয় কাদার স্রোত বইছে সেখানে। গাড়ি ভেসে যাচ্ছে। সেতু ভেঙে পড়েছে। সপ্তাহান্তে প্রবল বৃষ্টি, ঝড়, বজ্রপাতের পর এই অবস্থা।
জরুরি পরিষেবায় সমানে ফোন
মাদ্রিদের জরুরি পরিষেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে সেখানে এক হাজার দুইশটি ফোন যায়। প্রত্যেকটি ফোন গেছে মানুষকে উদ্ধার করার আবেদন জানিয়ে।
ট্রেন বন্ধ, সাবওয়েও
মাদ্রিদের সঙ্গে দূরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছিল। শহরের সাবওয়েগুলিও বন্ধ রাখা হয়েছিল। সোমবার সন্ধ্যার পর ঝড়-জল কমলে তা আবার চালু হয়।
খারাপ অবস্থা
সপ্তাহান্তের ঝড়-বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে স্পেন। সেসময় আবহাওয়া নিয়ে সর্বোচ্চ লাল সতর্কতা জারি করা হয়েছিল। এখন তা কমিয়ে হলুদ করা হয়েছে। তারপরেও মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে।
বাড়িতে জল
অনেকের বাড়িতেই এভাবে ভিতরে জল ঢুকে গছে। হঠাৎ এই ঘটনা ঘটেছে বলে কোনোকিছুই করতে পারেননি বাসিন্দারা। ফলে ঘর-গেরস্থালির অনেক জিনিসই জলে খারাপ হয়ে গেছে।
কাদায় ভরা
রাস্তা, গাড়ি, বাড়ি ভরে গেছে কাদায়। ফলে বাসিন্দারা কেউ গাড়ি থেকে কাদা সাফ করছেন। কেউ বাড়ি ঠিক করতে ব্যস্ত।
জলবায়ু পরিবর্তনের ফল
আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, প্রচণ্ড গরম, ঝড় এ সবই হলো জলবায়ু পরিবর্তনের ফল। পৃথিবী যত উষ্ণ হবে, ততই এই ধরনের ঘটনা ঘটবে। তারা জানিয়ছেন, আরো তীব্র ও ভয়ংকর ঝড়ের জন্য প্রস্তুত থাকতে হবে।