1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ১২ শিক্ষার্থী বহিষ্কার

১৮ অক্টোবর ২০২১

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিভিন্ন মেয়াদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই করে এই সিদ্ধান্ত হয়েছে জানান প্রক্টর৷

https://p.dw.com/p/41nfG
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সংঘর্ষ ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের 'বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি' কমিটির সভায় এ সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘গত কয়েক দিনের সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে ১২ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে৷ তাদের মধ্যে দুই শিক্ষার্থীকে এক বছর এবং বাকিদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে ৷''

বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃতরা হলেন, ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. নাঈম, একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের সাইফুল ইসলাম, রসায়ন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আশরাফুল আলম নায়েম, একই শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের আকিব জাভেদ, ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জুনায়েদ হোসেন জয় ও অর্থনীতি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ফরহাদ৷ 

আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মির্জা খবির সাদাফ, একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের খালেদ মাসুদ, লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অহিদুজ্জামান সরকার, সমাজতত্ত্ব বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানজিল হোসেন ও আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তৌহিদ ইসলাম৷

বহিষ্কৃতদের মধ্যে সাদাফ খান খবির ও আশরাফুল আলম নায়েমকে একবছর এবং বাকি সবাইকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে৷ সোমবার থেকেই তারা আর অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবে  না বলে জানিয়েছেন প্রক্টর প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য