1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান সেনাবাহিনীতে চরমপন্থি কার্যকলাপ!

১৮ আগস্ট ২০১৭

জার্মান সেনাবাহিনীর একটি বিশেষ বাহিনীর বিদায় অনুষ্ঠানে চরম ডানপন্থি কর্মকাণ্ড নিয়ে তুলকালাম চলছে জার্মানিতে৷ এরই মধ্যে ট্যুবিঙেন শহরের এ ঘটনার পূর্ণ তদন্তের ঘোষণা দিয়েছে বাডেন-ভুর্টেমব্যার্গ রাজ্য কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/2iSub
ছবি: picture-alliance/dpa/K. Nietfeld

রাজ্য অ্যাটর্নির কার্যালয়ের এক মুখপাত্র ডয়চে ভেলেকে নিশ্চিত করেছেন, জার্মান সেনাদের অভিজাত বাহিনী – স্পেশাল ফোর্স কমান্ডো বা কেএসকের বিরুদ্ধে চরম ডানপন্থি কর্মকাণ্ডের অভিযোগের তদন্ত করছেন তাঁরা৷

‘‘আমরা ঘটনাটা জানার চেষ্টা করছি,’’ ফোনে ডয়চে ভেলেকে জানান নিকোলাউস ভেগেলে৷ তিনি বলেন, যেখানে ঘটনাটি ঘটেছে সেই কালভ শহরটি স্টুটগার্টের পাশে অবস্থিত, ফলে এই তদন্তভার শেষ পর্যন্ত স্টুটগার্ট অ্যাটোর্নির দপ্তরে স্থানান্তর হতে পারে৷ ট্যুবিঙেন শহর থেকে ৪৫ কিলোমিটার দূরেই অবস্থিত স্টুটগার্ট৷

হিটলারের স্যালুট এবং শূকরের মাথা

জার্মান রেডিও স্টেশন রেডিও ব্রেমেনের অনুসন্ধানে জানা গেছে ২০১৭ সালের ২৭ এপ্রিল এই বিদায় অনুষ্ঠান আয়োজিত হয়৷ পার্টিতে উপস্থিত এনডিআর, জেডডিএফ-এআরডি এবং কেএসকে সেনাদের অনেকেই চরমপন্থি আচরণ করেন৷

তাদের বিরুদ্ধে নাৎসি স্যালুট দেয়া, চরমপন্থি রক গান শোনা এবং শূকর জবাই করার অভিযোগ রয়েছে৷ ইহুদি এবং মুসলিমদের খাবারে কিছু বাধ্যবাধকতা রয়েছে৷ খাবারের এই বাধ্যবাধকতা ইহুদিদের কাছে কোশার এবং মুসলিমদের কাছে হালাল নামে পরিচিত৷ শূকরের কাটা মাথা চরম ডানপন্থিরা এই বাধ্যবাধকতাকে ব্যঙ্গ করার জন্য বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহার করে৷

বুন্দেসভেয়ার অর্থাৎ সেনাবাহিনীর অনুষ্ঠানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেয়ার পর এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে৷ ঐ প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তাঁর এক সেনা বন্ধু তাকে এই বিদায় অনুষ্ঠানে নিমন্ত্রণ করেন৷ তাঁর অভিযোগ, তাঁকে নিমন্ত্রণ করার মূল উদ্দেশ্য ছিল সেনা কোম্পানির প্রধানের কাছে তাঁকে একটি ‘উপহার’ হিসেবে তুলে দেয়া৷ এই ঘটনার প্রমাণ হোয়াটসঅ্যাপ ম্যাসেজে আছে বলেও জানিয়েছিন অভিযোগকারিণী৷

অভিজাত এই কেএসকে ফোর্স প্রতিষ্ঠা হয় ১৯৯৬ সালে৷ এর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ এলাকা থেকে জিম্মিদের মুক্ত করা৷ আফগানিস্তান ও বলকান অঞ্চলে বেশকিছু অভিযানে গিয়েছে এই ফোর্সের সেনারা৷ সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের রক্ষার জন্য এই ফোর্সের খুব কম তথ্যই প্রকাশ করা হয়৷

বুন্দেসভেয়ারের সমালোচনায় বুন্দেসভেয়ার

বুন্দেসভেয়ারও এই বিষয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে৷ জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে একজন সেনা মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এখনও কোনকিছু নিশ্চিতভাবে জানা যায়নি৷ ১৩ জুলাই থেকেই সেনা কর্তৃপক্ষ এ ঘটনা সম্পর্কে জানতো বলেও সংবাদ প্রকাশ হয়েছে৷

বৃহস্পতিবার মিলিটারি কমিশনার হান্স-পেটার বার্টেলস প্রশ্ন তুলেছেন, প্রত্যক্ষদর্শী স্বেচ্ছায় এগিয়ে আসার জন্য অপেক্ষা না করে, কেন এই ঘটনা আগেই তদন্ত কর্মকর্তাদের জানানো হলো না৷ ‘‘নাৎসি স্যালুট দেয়াটা পছন্দ-অপছন্দের বিষয় না৷ জার্মান গণতন্ত্র অবজ্ঞা করে, এমন গান শোনাটা কারও পছন্দ-অপছন্দের বিষয় না৷’’ এ ঘটনার কোনো তথ্য থাকলে সেনা সদস্যদের তা জানানোর আহ্বান জানিয়েছেন বার্টেলস৷ তিনি বলেন, ‘‘গণতন্ত্র রক্ষা করা সেনা সদস্যদের কাজ, গণতন্ত্র অবজ্ঞা করা নয়৷’’

জার্মান সেনাবাহিনীর কলঙ্ক

কালভের চরম ডানপন্থি ঘটনা বেশ কয়েকমাস ধরে জার্মান সেনাবাহিনীতে ঘটে যাওয়া কিছু ঘটনার পুনরাবৃত্তি৷

এ বছরের এপ্রিলে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ফ্রাঙ্কো এ নামের এক সেনা লেফট্যানেন্টকে গ্রেপ্তার করা হয়৷ পরে জানা যায়, ফ্রাঙ্কোর চরমপন্থি কর্মকাণ্ড সম্পর্কে ২০১৪ সাল থেকেই জানতো সেনা কর্তৃপক্ষ৷ এই ঘটনাতেও সমালোচনায় পড়তে হয় বুন্দেসভেয়ার কর্তৃপক্ষকে৷

এই ঘটনার কয়েক সপ্তাহ আগেই তদন্ত কর্মকর্তারা ডোনাউয়েশিঙেন ব্যারাক থেকে নাৎসি বাহিনীর কিছু স্মারক উদ্ধার করেন৷ এর মধ্যে হিটলারের সেনাবাহিনী – ভেয়ারমাখটের হেলমেটও ছিল৷ বুন্দেসভেয়ার প্রতিষ্ঠা হয় ১৯৫৫ সালে৷ একসময় হিটলারের ভেয়ারমাখটে কর্মরত অনেক সেনাই পরবর্তীতে যোগ দেন বুন্দেসভেয়ারে৷

এডিকে/ডিজি (ডিপিএ)