1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিকিত্সা প্রযুক্তিতে জার্মানির স্থান

১ আগস্ট ২০১১

চিকিত্সা প্রযুক্তির ক্ষেত্রে জার্মানির ব্যবসা বাণিজ্য ক্রমেই ফুলেফেঁপে উঠছে৷ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ছোঁয়া থেকে অনেকটাই মুক্ত প্রযুক্তির এই দিকটি৷ আন্তর্জাতিক ক্ষেত্রে ‘মেড ইন জার্মানি’ কথাটার নাম ডাক বেশ৷

https://p.dw.com/p/127Co
Doctors demonstrate medical operation and diagnostic equipment at Medica 99 exhibition, Düsseldorf
ছবি: AP

অবশ্য এশিয়া বিশেষ করে চীন ও দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরাও কিন্তু ঘুমিয়ে নেই৷

জার্মানির গাড়ি ও যন্ত্রপাতির সুনাম যে বিশ্বব্যাপী তা বোঝা যায় এগুলির রপ্তানির পরিমাণ দেখে৷ কিন্তু চিকিত্সা প্রযুক্তিতেও জার্মানির সাফল্য যে কম নয়, সেটা হয়তো অনেকেরই জানা নেই৷ চিকিত্সা ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের সাফল্যটা বিশেষ লক্ষণীয়৷ চিকিত্সা প্রযুক্তিতে পেটেন্টের ক্ষেত্রেও এগিয়ে আছে জার্মানি৷

কোলনস্থ জার্মান অর্থনীতি ইনস্টিটিউটের অলিভার কপেল এই প্রসঙ্গে বলেন, ‘‘গত ১৫ বছরে চিকিত্সা প্রযুক্তির ক্ষেত্রে জার্মান পেটেন্টের আবেদন তিন গুণ হয়েছে৷ বিক্রিও বেড়েছে অনেক৷ আন্তর্জাতিক বাজারে জার্মানির বিক্রির আনুপাতিক হার আনুমানিক ১০ শতাংশ বলা হলেও প্রকৃত সংখ্যাটা অনেক বেশি হবে বলে মনে করা হয়৷''

চিকিত্সা প্রযুক্তিতে জার্মানির প্রতিযোগীরাও এগিয়ে আসছে

ইলেকট্রনিক মেডিক্যাল যন্ত্রপাতি, প্রতিস্থাপনের যন্ত্রপাতি, কৃত্রিম হিপের জয়েন্ট ইত্যাদি সামগ্রীর বিক্রির পরিমাণ বছরে ২০ বিলিয়ন ইউরো৷ এর মধ্যে ১২ বিলিয়ন বিক্রি হয় বিদেশে৷ এবং ঠিক এখানেই প্রতিযোগীরা প্রবেশ করছে৷ বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও চীনের প্রতিযোগীরা জোরেসোরে নেমেছেন বাজারে৷ অলিভার কপেলের ভাষায়, ‘‘চিকিত্সা প্রযুক্তির ক্ষেত্রে প্রধানত চীনের পেটেন্ট আবেদন বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত৷ সাধারণত মনে করা হয়, চীনে বুঝি পেটেন্ট রক্ষা ব্যবস্থাকে পদদলিত করা হয়৷ কিন্তু একথা এখন আর ঠিক নয়৷ ২০০০ সাল থেকে বিশ্ববাণিজ্য সংস্থায় প্রবেশ করার পর থেকে চীনে পেটেন্ট সুরক্ষার ব্যাপার নজর দেয়া হচ্ছে৷ চিকিত্সা প্রযুক্তির ক্ষেত্রেও একথা প্রযোজ্য৷''

beaker; biological; biology; biotechnology; care; chemical; chemist; coat; cure; discover; discovery; doctor; experiment; experimental; faculty; genes; health; healthcare; hospital; infection; lab; laboratory; liquid; man; medic; medical; medicine; microbiology; nurse; people; pharmaceutica; physician; professional; research; science; scientific; scientist; sterile; student; team; teamwork; technology; test; tube; vaccine; virus; white; woman; work; working Bild: Fotolia
ছবি: Fotolia/Yuri Arcurs

অর্থনীতি ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা

জার্মানিতে অর্থনীতি ও গবেষণা ক্ষেত্র পারস্পরিক সহযোগিতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে৷ গড়ে উঠেছে বহু উদ্যোগ৷ এ প্রসঙ্গে কপেল বলেন, ‘‘হামবুর্গের চিকিত্সা প্রযুক্তি এক্ষেত্রে এগিয়ে আছে৷ অর্থনীতি ও বিজ্ঞানের মধ্যে এরকম সহযোগিতমূলক কর্ম তত্পরতার নজির আর কোথাও নেই৷ এর ফলে উত্পাদনের গুণগত মান উন্নত হয়, বিশ্ববাজারে চাহিদাও বৃদ্ধি পায়৷''

গবেষণাগারের সামগ্রীর দিক দিয়ে ইউরোপের মধ্যে বিশাল বাজার জার্মানি৷ এ ক্ষেত্রে আলগোয়ের ভাল্ডনার কোম্পানির স্থান ইউরোপের মধ্যে প্রথম ও বিশ্বব্যাপী দ্বিতীয়৷ গত কয়েক বছরে ১৩ কোটি ইউরো বিক্রি করেছে এই ব্যবসায় প্রতিষ্ঠানটি৷ এ প্রসঙ্গে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হেলমুট হির্নার বলেন, ‘‘বিশ্বের বড় বড় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান আমাদের গ্রাহক৷ যেমন ব্রিটেনের গ্লাসগোস্মিথক্লাইন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফিজার কোম্পানি৷ এছাড়া দেশের বেশ কিছু ডাকসাইটে গবেষণা প্রতিষ্ঠানও আমাদের ক্রেতা৷ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ফ্রাউয়েনহোফার ইন্সটিটিউট, হাইডেলব্যার্গের ক্যানসার গবেষণা কেন্দ্র ও বড় বড় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র ইত্যাদি৷''

Duesseldorf - 16.11.2010. Bessere Patientenversorgung im Hybrid-OP. In der Technik bezeichnet ãHybridÒ ein System, das zwei Technologien nutzbringend miteinander verbindet. Das gilt auch fuer die neueste Generation von Operationssaelen: Hybrid-OPs kombinieren diagnostische und chirurgische Moeglichkeiten miteinander, die im Normalfall raeumlich voneinander getrennt sind. Im Gegensatz zum herkoemmlichen, verfuegt der Hybrid-OP gleichzeitig ueber bildgebende Grossgeraete, in den haeufigsten Faellen fuer die Angiografie, aber auch fuer die Computertomografie (CT) oder die Magnetresonanztomografie und ermoeglicht so die jeweilige Diagnose auch waehrend eines chirurgischen Eingriffs.
ছবি: constanze tillmann

বিদেশে বিক্রির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে

২০১০ সালে মোট বিক্রির অর্ধেকটাই হয়েছে বিদেশে৷ হেলমুট হের্নার জানান, ‘‘আমরা বছর দুয়েক আগে ভারতের মুম্বইয়ে একটি সমিতি গড়ে তুলেছি৷ কেননা গবষণাগারের বিভিন্ন সামগ্রীর দিক দিয়ে চীনের তুলনায় ভারতীয় বাজার অনেক বেশি শক্তিশালী৷ আমরা ভারত থেকে গোটা এশিয়ায় আমাদের উত্পাদন সামগ্রী রপ্তানি করতে চাই৷ সম্প্রতি দুবাইতেও আমরা একটি দপ্তর খুলেছি, আগামী ১০ বছরে আরব দেশের বাজারও ফুলেফেঁপে উঠবে বলে আমরা মনে করি৷''

সবশেষে বলা যায়, আগামী বছরগুলিতে স্বাস্থ্যকে ঘিরে ব্যবসা বাণিজ্য আরো প্রসারিত হবে৷ শিল্পোন্নত দেশের মানুষদের গড় আয়ু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে৷ স্বাস্থ্যক্ষেত্রে আরো বেশি অর্থ ব্যয় করতেও দ্বিধা করছেন না তাঁরা৷

প্রতিবেদন: রায়হানা বেগম

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য