চির বিদায় নিলেন ফিদেল কাস্ত্রো
২৬ নভেম্বর ২০১৬বিজ্ঞাপন
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো, যিনি কমিউনিস্ট দ্বীপ রাষ্ট্রটিকে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে প্রায় পঞ্চাশ বছর পরিচালনা করেছেন, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে মৃত্যুবরণ করেছেন৷ জলপাই সবুজ পোশাক পরিহিত কাস্ত্রোর ভাই কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো কাঁপা কাঁপা গলায় রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন৷ তিনি বলেন, ‘‘কিউবা বিপ্লবের ‘কমান্ডার ইন চিফ' ২২:২৯ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷''
কাস্ত্রোর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ দাহ করা হবে বলে জানা গেছে৷
উল্লেখ্য, ২০০৬ সালে অন্ত্রে অসুস্থতার কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন কাস্ত্রো৷ এর দুই বছর পর ভাইয়ের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেন তিনি৷ পরবর্তী সময়ে কাস্ত্রোকে জনসমক্ষে আর খুব একটা দেখা যায়নি৷
এআই/এসিবি (এপি, এএফপি)