চীনা ভাষা শিখছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ !
১৮ অক্টোবর ২০১০বিশ্বে ৫০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছে৷ কিন্তু চীনের শিনজিয়াং অঞ্চলে ভয়াবহ জাতিগত বিদ্বেষ ছড়িয়ে পড়ার পরে ২০০৯ সালের জুলাই মাস থেকে চীন, ফেসবুক ব্যবহারের ওপরে বিধিনিষেধ আরোপ করে৷ চারটি দেশ চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ায় ফেসবুক কেন ‘সফল হতে পারেনি বা সফল হতে যাচ্ছে' স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শক শ্রোতার সামনে এক দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে জুকারবার্গ তা ব্যাখ্যা করেন৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি যুক্তরাষ্ট্র এবং চীনের মূল্যবোধের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে৷ তাই এখানে সাফল্য আনতে চেষ্টা করার আগে আমি ব্যক্তিগতভাবে সময় ব্যয় করে ভাষা শিখছি এবং চীনের ওপরে পড়ালেখা করছি৷ এবং তারপরেই আমি ঠিক করবো কী করা উচিৎ৷''
ফেসবুকের এই প্রতিষ্ঠাতা বলেন, ‘‘চলতি বছরে এটি আমার জন্যে এক ব্যক্তিগত চ্যালেঞ্জ৷ চীনা ভাষা শেখার জন্যে আমি দিনে একঘন্টা সময় ব্যয় করছি৷ চীন বিশ্বের এক গুরুত্বপূর্ণ অংশ, আমি তাদের ভাষা সংস্কৃতি এবং মানসিকতা বোঝার চেষ্টা করছি৷ ''
চীন কতোটা খোলামেলা এই ধরণের এক প্রশ্নের জবাবে জুকারবার্গ বলেন, ‘‘স্থানীয় আইন-কানুন এবং ভিন্ন এই সংস্কৃতিকে তাঁর কোম্পানি শ্রদ্ধা করে৷''
অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, কোন এক ইউজার ওয়েবসাইটে নবি মোহাম্মদকে আঁকার একটি গ্রুপ গড়ে তুললে ফেসবুক তা আটকে দেয়, তবে শুধু পাকিস্তানে৷পাকিস্তানে নবি মোহাম্মদের ছবি আঁকা আইন বিরুদ্ধ৷ ফেসবুক তাই সবাইকে সুখী করতে পারে নি বলে উল্লেখ করেন তিনি৷ জুকারবার্গ আরো বলেন, ‘‘পাকিস্তানে কেউ একজন চেষ্টা করছে যাতে আমাকে মৃত্যুদণ্ড দেয়া হয়৷'' উপস্থিত সবাই হেসে উঠলে তিনি বলেন, ‘‘হ্যাঁ এটা কোন ঠাট্টা নয়৷ শুনতে ঠাট্টার মত মনে হলেও, আমার মনে হয় না এটা মজার কোন বিষয়৷''
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক