1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে চার মিনিটেই পিসিআর টেস্ট

৯ ফেব্রুয়ারি ২০২২

মাত্র চার মিনিটে কোভিড পরীক্ষার ফলাফল জানানো যাবে। নতুন করোনা পিসিআর টেস্ট কিট আবিষ্কারের কথা জানালো চীন।

https://p.dw.com/p/46ifd
কোভিড
ছবি: Ray Tang/ Xinhua/picture alliance

এখন দুইভাবে করোনা পরীক্ষা করা হয়। পিসিআর টেস্ট অথবা অ্যান্টিজেন টেস্ট। অ্যান্টিজেন টেস্ট বাড়িতেই করা সম্ভব। টেস্ট করার কিছুক্ষণের মধ্যেই হাতে ফলাফল চলে আসে। পিসিআর টেস্ট করতে সময় লাগে অনেক বেশি। রিপোর্ট পাওয়া যায় বেশ কয়েকঘণ্টা বাদে। চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বক্তব্য, এবার পিসিআর টেস্টই মাত্র চার মিনিটে করা সম্ভব।

ফুহান বিশ্ববিদ্যালয় সাংহাইতে অবস্থিত। সেখানকার গবেষকরা ১৯ জন কোভিড পসিটিভ রোগী, ২৩ জন কোভিড নেগেটিভ ব্যক্তি, ছয় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ব্যক্তি এবং ২৫ জন সুস্থ ব্যক্তিকে নিয়ে একটি পরীক্ষা করে। সকলেরই নতুন পদ্ধতিতে পিসিআর টেস্ট হয়। চার মিনিটেরও কম সময়ে সকলের রিপোর্ট হাতে আসে। এবং প্রতিটি ক্ষেত্রেই ঠিক রিপোর্ট মেলে। এরপরেই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, তাদের পরীক্ষা সফল।

সাধারণত পিসিআর টেস্টের রিপোর্ট পেতে অন্তত ছয় ঘণ্টা সময় লেগে যায়। ব্যস্ত সময় একদিনও চলে যায়। নতুন পিসিআর টেস্টের ক্ষেত্রে অনেক সহজে রিপোর্ট পাওয়া যাবে বলে বিজ্ঞানীদের আশা। তাদের বক্তব্য, অ্যান্টিজেন টেস্ট রিপোর্ট সঙ্গে সঙ্গে পাওয়া গেলেও তা খুব নির্ভরশীল নয়। নতুন পিসিআর টেস্ট একশ শতাংশ নির্ভরশীল।

ক্লেয়ার রথ/এসজি