জঙ্গিদমন অপারেশনে পাকিস্তানকে চাপ দেবেনা অ্যামেরিকা
২২ জানুয়ারি ২০১০আগামী এক বছর তালেবান দমনে নতুন কোন উদ্যোগ নেবে না বলে জানিয়েছে পাকিস্তান৷ সাম্প্রতিক অতীতে পাকিস্তানের প্রত্যন্ত এলাকাগুলিতে ঘাঁটি গেড়ে বসা তালেবান এবং আল কায়েদা জঙ্গিদের দমন করতে পাকিস্তান এক বিপুল উদ্যোগ নিয়েছে৷ পুরোদস্তুর সেনা নামিয়ে জঙ্গিদমনের জন্য ইসলামাবাদের এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে উচ্চ প্রশংসিতও হয়৷ কিন্তু অতি সম্প্রতি ইসলামাবাদ জানিয়েছে, দেশের অভ্যন্তরে বেড়ে ওঠা তালেবান দমনে অন্তত আগামী এক বছর তারা আর সেভাবে তত্পর হবে না৷ কারণ তার ফলে দেশের ভিতরে নানারকম অসুবিধার সৃষ্টি হওয়া ছাড়াও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে পাকিস্তানের সরকার৷
ইসলামাবাদ এই সিদ্ধান্ত ঘোষণা করার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বৃহস্পতিবার পাকিস্তান সফরে যান৷ সেখানে পাকিস্তানি সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে তিনি বোঝানোর চেষ্টা করেন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ঘাঁটি গেড়ে বসে থাকা আফগান তালেবানদের দমন করাটা কত গুরুত্বপূর্ণ৷ পাকিস্তান আগাম জানিয়ে রেখেছিল, সীমান্তে ঘাঁটি গাড়া তালেবানদের সঙ্গে সংঘর্ষে জড়াতে চায় না পাকিস্তান সরকার৷ কারণ, তারা পাকিস্তানের সীমান্তে ঘাঁটি গাড়লেও মূলত লড়াই করে আফগানিস্তানের মার্কিনবাহিনীর সঙ্গে৷ পাকিস্তানের বিরুদ্ধে তারা কোনরকম শত্রুতা করে না৷
বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস-এর এবারের পাকিস্তান সফর এই প্রথমবার৷ শেষবার তিনি বুশ জমানায় ২০০৭ সালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পাকিস্তানে এসেছিলেন৷ অ্যামেরিকা-পাকিস্তান সম্পর্ক সাম্প্রতিক অতীতে এই জঙ্গিদমন ইস্যুতে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷ তবে এই জঙ্গিদমনের বিষয়ে ওয়াশিংটন পাকিস্তানকে কোনরকম চাপ দিতে চায় না বলে খোলসা করে দিয়েছেন গেটস বৃহস্পতিবার৷ তাঁর বক্তব্য, আফগান-পাকিস্তান সীমান্তবর্তী আল কায়েদা জঙ্গিগোষ্ঠী এবং পাকিস্তানের অভ্যন্তরের তালেবান এরা সকলেই একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং একে অপরের সঙ্গে জড়িত৷ সুতরাং সাংমগ্রিকভাবে দেখতে গেলে পাকিস্তান যদি জঙ্গিদের দমন করতেই চায় তাদের উচিত হবে সীমান্তের জঙ্গিদেরও দমন করা৷ যদিও পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাসের জবাব, পাকিস্তানি তালেবান আর আফগান তালেবান যে একে অপরের সঙ্গে সম্পর্কিত তার কোন প্রমাণ কোথাও নেই৷ দ্বিতীয়ত, পাকিস্তান চায় না তার সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করে সীমান্তের জঙ্গিদের পিছু ধাওয়া করতে যারা আদতে পাকিস্তানের তেমন কোন ক্ষতি করছে না৷ নতুন আফগানিস্তান নীতি নিয়ে ওয়াশিংটন আরও ত্রিশ হাজার সেনা পাঠাচ্ছে আফগানিস্তানে৷ উদ্দেশ্য, সীমান্তবর্তী জঙ্গিদের চরমভাবে দমন করা৷ আর সেই লক্ষ্যে পাকিস্তানের সহায়তা প্রত্যাশা করছে অ্যামেরিকা৷ দুইদিনের জন্য পাকিস্তান সফরে সেই কথাই জোর দিয়ে বলতে চান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস৷
প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা- আরাফাতুল ইসলাম