জঙ্গি গ্রেপ্তারের খবরে প্রতিক্রিয়া
১৮ আগস্ট ২০১৫এই খবরে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীরা৷ আরিফুর রহমান কিছু তথ্য উল্লেখ করে বলেছেন এই গ্রেপ্তারে উল্লসিত হওয়ার কিছু নেই৷ কারণ অতীতেও এ ধরনের কিছু গ্রেপ্তারের ঘটনা ঘটলেও হত্যাকাণ্ড থেমে থাকেনি৷ তাই উল্লসিত না হয়ে সরকারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি৷ রহমান লিখেছেন, জঙ্গিদের কাজে ডিজিএফআই, এনএসআই এর প্রচ্ছন্ন সহায়তা ছিল কিনা, থাকলে কারা এর সঙ্গে জড়িত তাদের পরিচয় বের করতে সরকারের উপর চাপ দিতে হবে৷ ‘‘সরকারি কোন কোন মন্ত্রী র্যাব এবং পুলিশকে ধীরে চলবার নির্দেশ দিয়েছিল, তাদের খুঁজে বের করে পদত্যাগে বাধ্য করতে হবে,'' বলেন তিনি৷
আমিনুল ইসলাম তিন জঙ্গি গ্রেপ্তারের খবরে খুশি হওয়ার কথা জানিয়ে একটি প্রশ্ন উত্থাপন করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘...আজ যখন সবাই প্রবীর সিকদারের মুক্তির দাবিতে অনড়, পুরো বাংলাদেশ যখন সমালচনা করছে তখনই কেন হঠাৎ করে এই হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হলো! মাস পেরিয়ে বছর যায়, কেউ গ্রেফতার হয় না, আর এখন এরা গ্রেফতার হয়ে গেল!''
তবে ইসলামের এই ফেসবুক পোস্টের নীচে মন্তব্য করেছেন এম রেদোয়ান বক্সী৷ তিনি লিখেছেন, ‘‘গ্রেফতার করলেও দোষ...৷''
গ্রেপ্তার সংক্রান্ত খবরটি প্রথম আলো তাদের ফেসবুক পাতায় প্রকাশ করলে সেখানে অনেকে মন্তব্য করেন৷ সরকারকে উদ্দেশ্য করে মোহাম্মদ নুরুল আমিন লিখেছেন, ‘‘শুধু গ্রেপ্তার করে জেলে রেখে হালুয়া রুটি খাওয়ালে চলবে না, এই সকল অপরাধীদের ও এর মদদদাতাদের ধরে দ্রুত শাস্তির ব্যবস্থা করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করুন৷'' অনিকেত রায় অনিক গ্রেপ্তারকৃতদের বিচার হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ