জন্মান্ধদের আলো দেখাচ্ছেন জার্মান চিকিৎসকরা
৩ নভেম্বর ২০১০রেটিনায় একটি ডিভাইস লাগিয়ে দেওয়ার ফলে, যারা জন্মান্ধ, তারাও কিছুটা হলেও দেখতে পাচ্ছেন৷ তিন জন রোগীর চোখে নতুন এই ডিভাইস বসিয়ে দেওয়া হয়েছে৷ তারা বস্তুর আকার এবং বস্তুটি দেখতে পাচ্ছেন৷ তাদের মধ্যে একজন ঘরের মধ্যে একাই হাঁটতে সমর্থ হয়েছেন৷ লোকজনের কাছে গিয়ে কথা বলতে পেরেছেন, দেখতে পেয়েছেন ঘড়িতে কটা বাজে এবং সাতটি শেডের মধ্যে পার্থক্যও করতে পেরেছেন৷
ব্রিটেনের বিজ্ঞান একাডেমি, রয়্যাল সোসাইটি বলছে, তাদের একটি জার্নালে সংশ্লিষ্ট গবেষণার ফল প্রকাশিত হয়েছে৷ বলা হয়েছে, দৃষ্টি প্রতিবন্ধীদের দেখতে সহায়তা করার জন্যে এই ইলেকট্রনিক ডিভাইস এক অভূতপূর্ব অগ্রগতির সূচক৷
রেটিনিটিস পিগমেনটোসার কারণে বিশ্বে যারা দৃষ্টিপ্রতিবন্ধী, সেইরকম দুই লক্ষাধিক মানুষের জীবনে এই ব্যবস্থা বিপ্লব ঘটাতে পারে৷ রেটিনিটিস পিগমেনটোসা এমন একটি রোগ, যার কারণে অক্ষিগোলকের পেছনে রেটিনার আলো গ্রহণের ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়৷
এই ইলেক্ট্রনিক ইমপ্ল্যান্ট ব্যবস্থারর প্রবর্তক চিকিৎসা বিজ্ঞানীরা গত সাত বছরেরও বেশি সময় ধরে রেটিনার সঙ্গে এটি লাগিয়ে দিচ্ছেন৷ যার সঙ্গে বাইরের দিকে একটি ছোট ক্যামেরার সংযোগ থাকে৷ চশমার কাঁচের ওপরে লাগানো থাকে এই ক্যামেরা৷ এই ক্যামেরা আলো সংগ্রহ করছে এবং বৈদ্যুতিক সিগন্যালের আদলে, প্রসেসর ইউনিটের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে ডিভাইসে৷ ডিভাইসটি ড্যাটাগুলো পাঠিয়ে দিচ্ছে চোখের নার্ভের কাছে৷ আর এই নার্ভ আইবলের মাধ্যমে সংকেত পাঠাচ্ছে মস্তিষ্কে৷
নতুন এই ডিভাইসটি আরো একধাপ এগিয়ে আলো সংগ্রহ করছে এবং যা প্রাকৃতিকভাবেই আই লেন্সের মাধ্যমে ছড়িয়ে পড়ছে৷ চোখের নার্ভের মাধ্যমে ব্রেন যা গ্রহণ করছে, তা কেবলমাত্র একটি ছোট্ট ছবি ৩৮ বাই ৪০ পিক্সেল মাত্রার৷
জার্মানির ট্যুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর অপথালমিক রিসার্চ'এর সহযোগিতায় এই ইলেকট্রনিক দৃষ্টিদানকারী ডিভাইসটির উন্নয়ন ঘটিয়েছে জার্মান কোম্পানি, রেটিনাল ইমপ্ল্যান্ট৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক