জমজমাট প্যারিস ফ্যাশন উইক
২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে বিশ্বের অন্যতম বড় ফ্যাশন প্রদর্শনী, প্যারিস ফ্যাশন উইক৷ বিস্তারিত ছবিঘরে...
নামকরা ডিজাইনার
ছবিতে দেখা যাচ্ছে বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ডিওরের এক মডেলকে৷ আগামী বসন্তের কালেকশন নিয়ে হাজির হয়েছেন তিনি৷ নিউ ইয়র্কে বিশ্বের প্রথম ফ্যাশন উইকের সূচনা হলেও প্যারিসকে বলা হয় ‘অট কুট্যুর’ ফ্যাশনের জন্মস্থান, যার অর্থ হচ্ছে উচ্চমানের হাতের কাজ৷
অট কুট্যুরের ইতিকথা
ফ্রান্সে অট কুট্যুর কী, তা নির্ধারণ করতে নির্দিষ্ট আইন আছে৷ শুধু তাই নয়, প্যারিস ফ্যাশন উইকে অংশগ্রহণ করতে সব ডিজাইনারদের মেনে চলতে হয় প্যারিসের চেম্বার অফ অট কুট্যুরের শর্তাবলী৷ ছবিতে পিয়ের কারডিন ব্র্যান্ডের মডেল৷
ফ্যাশন উইকের অনুষ্ঠান যেখানে
ছবিতে দেখছেন ইভ সাঁ লরাঁ ব্র্যান্ডের পোশাক পরা মডেল, পেছনে রাতের আকাশে জ্বলজ্বল করছে আইফেল টাওয়ার৷ প্যারিস ফ্যাশন উইক অনুষ্ঠিত হয় শহরের বেশ কয়েকটি চোখ ধাঁধানো জায়গায়, যেমন কারুসেল দু লুভর বা গ্রাঁ পালেতে৷ এই সব জায়গায় প্রদর্শনী করার জন্যেও আছে নানা কড়াকড়ি, ফলে শুধু বড় ব্র্যান্ডের কপালেই এই শিকে ছেঁড়ে৷
ফ্যাশন উইকের বৈশিষ্ট্য
প্যারিসের চেম্বার অফ অট কুট্যুরের নিয়ম অনুযায়ী, কোনো পোশাক তখনই অট কুট্যুর হিসাবে গণ্য হবে যদি তা প্রতি ক্রেতার জন্য কাস্টোমাইজ বা নির্দিষ্ট মাপ অনুযায়ী বানানো হয়৷ পোশাকটি পুরোপুরি তৈরি হতে হবে হাতের কাজে ও সবক্ষেত্রে সর্বোচ্চ মানের সুতো বা কাপড় ব্যবহার করেই৷ ছবিতে ইভ সাঁ লরাঁ ব্র্যান্ডের পোশাকে মডেলরা৷
তারকাদের হাট
প্যারিস ফ্যাশন উইক অন্যান্য ফ্যাশন প্রদর্শনীর মতোই বিশ্বের নামী তারকাদের মিলনক্ষেত্র হয়ে ওঠে এই কয়েক দিন৷ ছবিতে দেখছেন বিখ্যাত হলিউড অভিনেত্রী শার্লিজ টেরনকে৷ ডিওরের শোয়ের ঠিক আগে দেখা যায় তাকে৷
ফ্যাশন জগতের কিংবদন্তি
ফ্যাশনের দুনিয়ায় অ্যামেরিকান পত্রিকা ভোগ ঠিক কতটা ক্ষমতাশালী তা কিছুটা আঁচ পাওয়া গেছিল বিখ্যাত ছবি ‘দ্য ডেভিল ওয়েরস প্রাডা’ ছবিতে৷ ভোগ পত্রিকার আদলে একটি পত্রিকার সম্পাদকের গল্প বলা হয়েছিল সেই ছবিতে, যার কথাতেই নাকি নির্ধারিত হতো সেই বছরের ফ্যাশন ট্রেন্ড৷ আড়ালে কথা শোনা যায়, মেরিল স্ট্রিপ অভিনীত এই চরিত্রটি ভোগ পত্রিকার পরিচালক আনা উইনটুরের জীবন থেকে নেওয়া৷ ছবিতে প্যারিস ফ্যাশন উইকে আনা উইনটুর৷
মডেলদের কেরিয়ার
মডেল হিসাবে প্যারিস ফ্যাশন উইকে হাঁটা সত্যিই এই পেশার অন্যতম সাফল্যের মাপকাঠি৷ কিন্তু সেখানেও নিয়মের শেষ নেই৷ ১৮ বছরের কম কোনো মডেল হাঁটতে পারবেন না এখানে৷ তাছাড়া, ফ্রান্সের আইন বলছে, কোনো সাইজ জিরো মডেলও অংশ নিতে পারবেন না প্যারিস ফ্যাশন উইকে৷ ছবিতে ব্রিটিশ সুপার মডেল কেট মস ও অভিনেত্রী ডেমি মুর৷