জলবায়ু আর অর্থনীতি পুনরুদ্ধারে ইইউ সম্মেলন
১১ ডিসেম্বর ২০০৮সম্মেলনের ঠিক আগে ব্রাসেলস এবং লিজ থেকে আল-কায়দা নেটওয়ার্কের সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব চলছে ইউরোপেও৷ সেই সঙ্গে বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের ফলে হুমকির মুখে গোটা বিশ্ব৷ তাই জলবায়ু এবং অর্থনীতিকে মূল ইস্যু করে ব্রাসেলসে শুরু হয়েছে ইইউ নেতাদের সম্মেলন৷ তবে দুটো বিষয়েই রয়েছে মতবিরোধ৷ জলবায়ুর নেতিবাচক পরিবর্তন রোধে নতুন একটি চুক্তি নিয়ে চলছে বিতর্ক৷ টুয়েন্টি-টুয়েন্টি-টুয়েন্টি নামের ওই জলবায়ু-জ্বালানি প্যাকেজে ২০২০ সালের মধ্যে গ্রিন হাউজ গ্যাসের নির্গমন ২০ শতাংশ কমানোর কথা বলা হয়েছে৷ পরিবেশ দূষণকারী জ্বালানির পরিবর্তে পরিবেশ বান্ধব পুনর্নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছে চুক্তিতে৷ এর ফলে মোট জ্বালানির ২০ শতাংশই উত্পাদন করতে হবে বায়ু, পানির স্রোত এবং সৌর রশ্মি থেকে৷ তবে এজন্য জ্বালানি খাতে বাড়াতে হবে বিনিয়োগ৷
বর্তমানে অর্থনৈতিক মন্দার কারণে জলবায়ুর চেয়ে অর্থনীতি পুনরুদ্ধারের দিকেই বেশি মনোযোগ ইইউ নেতাদের৷ সবচেয়ে বেশি দূষণকারী দেশ পোল্যান্ড, রোমানিয়া, সাবেক সোভিয়েত ব্লকের দেশগুলো এবং ইতালিসহ বিভিন্ন দেশ এই চুক্তির বিপক্ষে৷ জলবায়ুর চেয়ে দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে বিনিয়োগ বাড়ানোর উপরই বেশি গুরুত্ব দিতে চাইছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি জার্মানি৷ সম্মেলনের আগে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল অবশ্য বলেছেন, ব্রাসেলস সম্মেলনে জলবায়ু প্যাকেজ নিয়ে ইতিবাচক ফলাফল আসবে৷ এদিকে, ইইউ-র বর্তমান সভাপতি, ফরাসী প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে জলবায়ু চুক্তির কোন বিকল্প নেই৷ তাই এ ব্যাপারে একমত হতে ইইউ নেতাদের আহ্বান জানিয়েছেন তিনি৷ জাতিসংঘ মহাসচিব বান কি মুনও বলেছেন, ব্রাসেলস সম্মেলনের সিদ্ধান্ত গোটা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ৷
অন্যদিকে ইইউ অঞ্চলে অর্থনৈতিক মন্দা কাটাতে ২শ বিলিয়ন ইউরোর উদ্ধার প্যাকেজ নিয়ে রয়েছে মতবিরোধ৷ এতে সমর্থন থাকলেও অভ্যন্তরীণ চাপের কারণে প্যাকেজে খুব বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চায় না জার্মানি৷ তবে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেদের দায়িত্ব সম্পর্কে জার্মানি পূর্ণ সচেতন৷ প্রস্তাবিত উদ্ধার প্যাকেজ ইইউ অঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি৷