1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নজর কাড়লো ১২ বছরের ছেলেটি

১৬ নভেম্বর ২০১৭

জার্মানির বন শহরে চলমান জাতিসংঘের জলবায়ু আলোচনা বুধবার গতি পেয়েছিল৷ কারণ, সেখানে উপস্থিত হয়েছিলেন জার্মান চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্ট৷ তবে সবার দৃষ্টি কেড়েছে টিমোসি নাউলুসালা৷

https://p.dw.com/p/2nipS
UN-Klimakonferenz 2017 in Bonn | Macron & Naulusala & Bainimarama & Merkel
ছবি: Reuters/W. Rattay

১২ বছরের নাউলুসালা ফিজির বাসিন্দা৷ গতবছর এক সাইক্লোনে তার গ্রামের সবকিছু ধ্বংস হয়ে যায়৷ ‘‘আমার এক সময়ের সুন্দর গ্রাম এখন বিরান, সেখানে কিছু নেই... আপনারা কিছু না করলে জলবায়ু পরিবর্তনের প্রভাব থাকবেই,'' সম্মেলনে উপস্থিত প্রায় ২৫টি দেশের রাষ্ট্রপ্রধানসহ অন্যান্য ডেলিগেটদের বলেছে নাউলুসালা৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এই সময় উপস্থিত ছিলেন৷ সম্মেলনস্থলে পৌঁছার পর ম্যার্কেল মঞ্চে উঠলে সেখানে তাঁর সঙ্গে গিয়ে কথা বলেছে নাউলুসালা৷ মাক্রোঁ তখন তাঁদের পাশেই ছিলেন৷

নাউলুসালা মঞ্চে উপস্থিত হলে সেখানে উপস্থিত বিভিন্ন দেশের ডেলিগেটরা হাততালি দিয়ে তাকে স্বাগত জানায়৷

এরপর দেয়া বক্তব্যে ম্যার্কেল বলেন, জলবায়ু পরিবর্তন মানবজাতির সবচেয়ে বড় না হলেও একটি অন্যতম সমস্যা৷ তবে তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসা ‘সহজ নয়'৷ ম্যার্কেলের এই বক্তব্য পরিবেশিবাদীদের হতাশ করেছে৷

উল্লেখ্য, জার্মানির মোট বিদ্যুতের ৪০ শতাংশ আসে কয়লা থেকে৷ আর ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমন ৪০ শতাংশ কমানোর যে লক্ষ্যমাত্রা জার্মানি নির্ধারণ করেছিল তা বাস্তবায়ন করতে পারবে না দেশটি৷

এদিকে, জলবায়ু পরিবর্তনকে ‘আমাদের সময়ের সবচেয়ে বড় সংকট' বলে আখ্যায়িত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷ তিনি তাঁর বক্তব্যে ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' বা আইপিসিসির জন্য বরাদ্দ দিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান৷ জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের কয়েক হাজার বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত আইপিসিসি৷ সংস্থাটি কয়েকবছর পরপর একটি প্রতিবেদন প্রকাশ করে৷

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইপিসিসিতে দেয়া বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন৷ দেশটি প্রতিবছর আইপিসিসিকে দুই মিলিয়ন ডলার দিতো, যা ঐ সংস্থার মোট বাজেটের প্রায় অর্ধেক৷

জলবায়ু সম্মেলনে মাক্রোঁ বলেন, ‘‘আমি নিশ্চিত করে বলছি, ২০১৮ সালের শুরু থেকে আইপিসির বাজেটে এক ইউরোও ঘাটতি থাকবে না৷''

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান