জলবায়ু তহবিল হস্তান্তরের আহ্বান মেক্সিকোর
১৬ মার্চ ২০১০কানকুনে আগামী বিশ্ব জলবায়ু সম্মেলনের আয়োজক দেশটি সোমবার এ আহ্বান জানায়৷
মেক্সিকোর পরিবেশমন্ত্রী হুয়ান রাফায়েল এলভিরা কেসাদা বিশেষত ইইউ, যুক্তরাষ্ট্র এবং জাপানের প্রতিশ্রুত বার্ষিক ১০ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিলের প্রতি ইঙ্গিত করে একথা বলেন৷ কোপেনহেগেনে গত ডিসেম্বরের বিশ্ব জলবায়ু আলোচনায় ২০১০-২০১২ সালের জন্য দ্রুত ওই তহবিল যোগানোর প্রতিশ্রুতি দেয়৷
ইইউ'র পরিবেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ব্রাসেলসে এলভিরা বলেন, ‘‘উন্নয়নশীল দেশগুলোর জন্য স্পষ্টভাবে এই বার্তা পাওয়া দরকার যে, কানকুন সম্মেলনে নিজেদের হাতে একটা কিছু পাচ্ছেন তারা৷''
এলভিরা আরও বলেন, ‘‘দীর্ঘমেয়াদী জলবায়ু তহবিল ব্যবস্থাপনার লক্ষ্যে গঠিত জাতিসংঘ জলবায়ু প্যানেলের এই এপ্রিল মাসের লন্ডন বৈঠক উন্নয়নশীল দেশগুলোর হাতে জলবায়ু তহবিল হস্তান্তরের বিষয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ''৷
দ্রুত তহবিল যোগানোর বিষয়ে ইইউ'র প্রতিশ্রুত ১০ বিলিয়ন ডলারের তহবিলের বিষয়টি মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় অর্থমন্ত্রীদের বৈঠকে অনুমোদিত হতে পারে বলে আশা করা হচ্ছে৷
ওদিকে, কোপেনহেগেনের জলবায়ু সম্মেলনে আইনি বাধ্যবাধকতাসহ কোনো চুক্তি না হওয়ায় মেক্সিকোর কানকুন সম্মেলনেও কোনো কার্যকর চুক্তি হবে বলে আশা করছে না কোনো পক্ষই৷ তবে, মেক্সিকোর পরিবেশমন্ত্রী বলেছেন, ‘‘উত্তর এবং দক্ষিণের মধ্যে একটা সেতু হিসেবে কাজ করতে চায় এবং একটি সুনির্দিষ্ট ফলাপল আনতে চায় মেক্সিকো৷ এই ফলাফলের কী ধরণের আইনি কাঠামো হবে তা আমরা জানি না৷ এটা বলার সময় এখনও আসেনি৷''
তিনি আরও জানান, আশা করা হচ্ছে বন উজাড় ঠেকানো, জরুরি তহবিল এবং দীর্ঘমেয়াদী তহবিলের বিষয়ে অগ্রগতি পাওয়া যাবে কানকুনে৷ এছাড়া নতুন একটি বিশ্ব জলবায়ু চুক্তি না হওয়া পর্যন্ত ‘কিয়োটো প্রটোকল' টিকিয়ে রাখা বা ওই চুক্তি মেনে চলার বিষয়ে সবার কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাবে৷
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি এবং ভারতের জলবায়ু কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আসা এই পরিবেশমন্ত্রী বলেছেন, ‘‘কিয়োটো প্রটোকল হারিয়ে যাওয়ার আগেই উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন ধরণের একটি সমঝোতা প্রয়োজন৷''
কোপেনহেগেন সমঝোতার মুল উদ্যোক্তা ব্রাজিল, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশেষভাবে আলোচনা চালিয়ে যেতে চায় এবং এই সংকট সমাধানের জন্য তাদেরকে অংশীদার করতে চায় মেক্সিকো৷
প্রতিবেদক: মুনীর উদ্দিন আহমেদ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক