‘জলবায়ু নিয়ে কখনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছা সম্ভব নয়’
১০ জুন ২০১০তিনি বলেন, এটা একটা চলমান প্রক্রিয়া৷ তাই যখনই আমরা কোন কিছু করবো, সেটা কখনোই চূড়ান্ত কিছু হবেনা৷
জার্মানির বনে চলমানরত জলবায়ু বিষয়ক আলোচনার এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন৷ আগামী মাসের ৮ তারিখে জাতিসংঘের শীর্ষ জলবায়ু কর্মকর্তা হিসেবে তাঁর দায়িত্ব নেয়ার কথা রয়েছে৷
এদিকে এই বছরের নভেম্বরে মেক্সিকোর কানকুনে বসতে যাচ্ছে জাতিসংঘের আয়োজনে পরবর্তী জলবায়ু সম্মেলন৷ সেখানে যদি কোন চুক্তিতে পৌঁছা সম্ভব না হয় তাহলে সেটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্যতম জলবায়ু বিষয়ক আলোচক কামরুল ইসলাম চৌধুরী৷ এমনকি সম্ভাব্য ঐ পরিস্থিতিকে তিনি ‘হলোকাস্ট'-এর সঙ্গেও তুলনা করেছেন৷ জলবায়ু আলোচনায় অংশ নিতে তিনি এখন বনে রয়েছেন৷ আগামীকাল শুক্রবার শেষ হচ্ছে ১২ দিনব্যাপী এই সম্মেলন৷ সারা বিশ্ব থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন বন সম্মেলনে৷
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেনে জাতিসংঘের আয়োজনে শেষ জলবায়ু সম্মেলনটি হয়েছিল৷ বিশ্বের প্রায় ১০০টিরও বেশি দেশের সরকার প্রধানরা অংশ নিয়েছিলেন ঐ সম্মেলনে৷ ফলে গণমাধ্যমে তা বেশ প্রচার পেয়েছিল৷ সেই সময়ই অনেকে একটি নির্দিষ্ট চুক্তির আশা করেছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি৷
জলবায়ু সুরক্ষা নিয়ে শেষ রফা হয়েছিল ১৯৯৭ সালে, জাপানের কিয়োটোতে আয়োজিত একটি সম্মেলনে৷ ২০১২ সালে তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে৷ তাই নতুন একটি চুক্তির পথ খুঁজছে পুরো বিশ্ব৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়