জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী দুর্যোগ বাড়ছে
জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ পাকিস্তান, নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বন্যা, ভূমিধসে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷
মানবিক দুর্যোগের ঝুঁকিতে নাইজেরিয়া
নাইজেরিয়ায় বন্যায় ৬০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ লাখ লাখ মানুষ এখনও জরুরি সহায়তার অপেক্ষায় আছেন৷ দেশটির ৩৬টি রাজ্যের মধ্যে ৩৩টি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ফলে রোগ ও খাদ্য সংকটের ঝুঁকিতে পড়েছে নাইজেরিয়া৷ নাইজেরিয়ায় নিয়মিত বন্যা হলেও এবারেরটি গত এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড়৷ ভারী বৃষ্টিপাত এবং ক্যামেরুন বাঁধ খুলে দেয়ায় এবার এমন হয়েছে বলে কর্তৃপক্ষ বলছে৷
চাডে খরার পর বন্যা
অনেকদিন খরা থাকার পর চাডে গত ৩০ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে৷ ফলে দেশটির একটি বড় অংশে এখন চলাচলের একমাত্র বাহন হচ্ছে নৌকা৷ জাতিসংঘ বলছে, খরার পর বন্যার কারণে চাডের প্রায় ২১ লাখ মানুষ প্রচণ্ড ক্ষুধায় ভুগছে৷ খাদ্যমূল্য চরমে পৌঁছেছে৷
শ্রীলঙ্কায় বন্যা
কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন৷ কলম্বোতে বেশি বন্যা হয়েছে৷ বন্যার কারণে দেশের অনেক এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে৷ সামনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷
পাকিস্তানে রোগ ও পুষ্টিহীনতা
ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় পাকিস্তানে ১,৭০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ পাঁচ লাখের বেশি মানুষ তাঁবুতে দিন কাটাচ্ছেন৷ বন্যার পানি সরে যাচ্ছে৷ তবে সিন্ধু ও বালুচিস্তানের মানুষ এখন পানিবাহিত রোগে ভোগার ঝুঁকিতে আছেন৷
ভেনেজুয়েলায় ভূমিধস
চলতি মাসে ভেনেজুয়েলায় বন্যার কারণে ভূমি ধসে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ ভারী বৃষ্টিপাতের কারণে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় বন্যা হচ্ছে দেশটিতে৷ এর জন্য কর্তৃপক্ষ জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে৷ আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷
ফিলিপাইন্সে জীবনের একটি অংশ বন্যা
ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা থেকে ৩৭ কিলোমিটার দূরের হাগোনয় শহরের মোটরসাইকেল চালকরা তাদের বাহন একটু উঁচু করে নিয়েছেন৷ কারণ সেখানে বছরের একটা বড় সময় বন্যার পানি থাকে৷ এমন পরিস্থিতিতে চলতে সহায়ক ঐ বাহন৷ চলতি সপ্তাহে টাইফুনের কারণে দেশটির উত্তরাঞ্চলের অনেক গ্রাম ও কৃষিজমি ডুবে গেছে৷
জলবায়ু পরিবর্তন দায়ী
প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও মাত্রা সাম্প্রতিক সময়ে অনেক বেড়ে গেছে৷ জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে৷ ফলে আর্দ্রতা বেড়ে গিয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে৷ কোনো একটি দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তন ঠিক কতখানি দায়ী তা পরিমাপ করা না গেলেও এটি এখন একটি ধারায় পরিণত হয়েছে৷ তবে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷