1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনের ক্ষতিপুরণ আদায়ে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশকে

২৯ অক্টোবর ২০০৯

জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোপেনহেগেন সম্মেলনে ক্ষতিপুরণ আদায়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার আহবান জানিয়েছেন ফ্রান্সের বাস্তুসংস্থান, টেকসই উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রী জঁ লুই বখলো৷

https://p.dw.com/p/KIh8
ফাইল ফটোছবি: AP

একদিনের সফরে ঢাকা এসে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের একথা জানান তিনি৷

প্রযুক্তিগত উন্নয়নের এ সময়ে মানব সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে মানব সৃষ্ট পরিবেশ দূষণ৷ ক্রমাগত জলবায়ুর পরিবর্তনের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে পৃথিবী নামের গ্রহটি৷ আর এর প্রধান শিকার অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো৷ উন্নয়নশীল দেশগুলোকে ঐক্যবদ্ধ করে ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে নৈতিক নেতৃত্ব দেয়ার কথা বলেছেন ফ্রান্সের এই মন্ত্রী৷ তিনি বলেন কোপেনহেগেন সম্মেলনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে৷ বাংলাদেশে গনতন্ত্র পুনরুদ্ধার ও অগ্রযাত্রার প্রশংসা করে তিনি বলেন বাংলাদেশে গনতন্ত্রের অগ্রযাত্রা অনুকরণীয় হতে পারে৷

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি৷ তিনি জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর আহ্বানের প্রশংসা করেন৷ তিনি বলেন, এক্ষেত্রে বাংলাদেশের বন্ধু হিসেবে পাশে থাকবে ফ্রান্স৷

কোপনহেগেন সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর কি ভুমিকা হবে তা নিয়ে ফ্রান্সের মন্ত্রী জঁ লুই বখলো বিভিন্ন উন্নয়নশীল দেশ সফর করছেন৷ বাংলাদেশে তার একদিনের সফর তারই অংশ৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আবদুস সাত্তার