জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে জার্মানি
১ সেপ্টেম্বর ২০১০বিজ্ঞাপন
ডা.দীপু মনি জানান, জার্মান পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করেছেন৷ তিনি বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতার মাত্রা বৃদ্ধি করার আশ্বাস দিয়েছেন৷ বাংলাদেশ জার্মানির কাছে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছে৷ ভেস্টারভেলে জার্মানির বেসরকারি শিল্পক্ষেত্রকে এবিষয়ে উৎসাহ দেবেন বলে জানিয়েছেন৷
জলবায়ু পরিবর্তনের মোকাবিলার ক্ষেত্রেও দুই দেশ নিবিড়ভাবে কাজ করবে৷ দুই পক্ষের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে৷ ডা.দীপু মনি জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন৷
সাক্ষাৎকার: দাউদ হায়দার
সম্পাদনা: সঞ্জীব বর্মন