পৃথিবী জুড়ে জলবায়ু বদলাচ্ছে৷ এই পরিবর্তনকে দুর্যোগ হিসেবেই দেখছেন পরিবেশবিদেরা৷ লিঙ্গ, বর্ণ, পেশা, শিশু এবং সমাজের বিভিন্ন অংশের উপর জলবায়ুর এই ‘বিপর্যয়ের’ প্রভার কতটা? মহামারি, জনগোষ্ঠীর স্থানান্তর, বহু মানুষের উচ্ছেদ হওয়ার আশঙ্কা ইত্যাদি বিষয় নিয়ে কতটা সচেতন সংবাদমাধ্যম? এই সব বিভিন্ন বিষয়ে দুই-দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছিল ‘দ্য ক্যালকাটা রিসার্চ গ্রুপ’৷