1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন, পরমাণু নিরস্ত্রীকরণে জার্মানি-জাপান যৌথ ঘোষণা

১৪ জানুয়ারি ২০১০

জলবায়ু পরিবর্তন, পরমাণু নিরস্ত্রীকরণ ও আফগানিস্তানের পুনর্নির্মাণ প্রয়াসে একযোগে কাজ করবে জার্মানি ও জাপান৷ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলের টোকিও সফরকালে দুই দেশের নেতারা এ অঙ্গীকার ব্যক্ত করেছেন৷

https://p.dw.com/p/LVxk
টোকিও সফরকালে পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলের বৈঠক করেন জাপানের পররাষ্ট্র মন্ত্রী কাতসুয়া ওকাদার সঙ্গেছবি: AP

জার্মানির শীর্ষ কূটনীতিক একইসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং ডেপুটি চ্যান্সেলর ভেস্টারভেলে এই সফরে বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ইয়োকিয়ো হাতোয়ামা এবং পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদার সঙ্গে আলাদা বৈঠক করেছেন৷ জাপান দিয়েই এশিয়া সফর শুরু করেন ভেস্টারভেলে৷ সেখান থেকে চীন সফরে যাবেন তিনি৷

ভেস্টারভেলে সাংবাদিকদের বলেন, ‘‘পরমাণু নিরস্ত্রীকরণই এই সময়ের সবচেয়ে মুখ্য ইস্যু৷'' তিনি বলেন, ‘‘জার্মানি এটা চায়৷ জাপানও এটা চায়৷ এখন প্রশ্ন হচ্ছে একযোগে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে আমরা কী অর্জন করতে পারি৷''

তিনি আরও বলেন, ইরানের পরমাণু অস্ত্রধর হয়ে ওঠার সম্ভাব্যতা ঠেকাতে টোকিও এবং বার্লিনের অবশ্যই একটি যৌথ উদ্যোগ নেওয়া উচিৎ৷

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভেস্টারভেলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাতোয়ামা গুরুত্বারোপ করেছেন, শিল্পোন্নত আট জাতি গ্রুপ ‘জি-এইট' এর একই মূল্যবোধের দুই পরমাণু অস্ত্রহীন দেশ হিসেবে জাপান ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে৷

Japan Fuji Berg
জাপানের ফুজি পর্বতছবি: AP

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ইস্যুতে হাতোয়ামা বলেছেন, গত বছরের শেষে সম্পাদিত কোপেনহেগেন চুক্তি সন্তোষজনক হয় নি৷ এদিকে, ভেস্টারভেলেও জলবায়ু ইস্যুতে আইনি বাধ্যবাধকতাসহ একটি আন্তর্জাতিক চুক্তির প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেছেন৷

মাত্র চার মাস আগে ক্ষমতায় আসা জাপানের মধ্য-বামপন্থি প্রধানমন্ত্রী হাতোয়ামা বলেছেন, ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের মধ্যে একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তিতে পৌঁছানো প্রয়োজন৷ যদিও এ বিষয়ে অনেক সমস্যা রয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন৷

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আফগানিস্তান ইস্যুতে ভেস্টারভেলে বলেছেন, দুই দেশই সেখানে অসামরিক উন্নয়নে এবং মানবিক সহায়তায় পুনর্গঠন উদ্যোগের ওপর জোর দিয়ে আসছে এবং এ লক্ষ্যে তাঁদের একযোগে কাজ করে যাওয়া উচিৎ৷

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের রক্ষণশীল দল অক্টোবরে ভেস্টারভেলের মুক্ত গণতন্ত্রী দলের সঙ্গে জোট সরকার গঠন করলে এই পদে আসীন হন ভেস্টারভেলে৷ টোকিওর এই মন্ত্রী পর্যায়ের বৈঠক ছিল টোকিও এবং বার্লিনে নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পর এ ধরণের প্রথম বৈঠক৷

প্রতিবেদন: মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক