1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন রোধে অগ্রগতি নেই জি ২০ বৈঠকে

৮ নভেম্বর ২০০৯

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নতুন অর্থনৈতিক পরিকল্পনার বিষয়ে কোন উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেনি জি ২০ বৈঠকে৷

https://p.dw.com/p/KQnc
জি ২০ বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনছবি: AP

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশসমূহের অর্থমন্ত্রীরা শনিবার পুনরুজ্জীবনী কর্মসূচির মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে আরো চাঙ্গা করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন৷ গল্ফ খেলার জন্য বিখ্যাত স্কটল্যান্ডের সেইন্ট অ্যান্ড্রুজ-এ অনুষ্ঠিত হলো জি ২০ গোষ্ঠীভুক্ত দেশসমূহের অর্থমন্ত্রীদের বৈঠক৷ শনিবার এই বৈঠকে অবশ্য ভবিষ্যতের যে কোন মন্দার ক্ষেত্রে ব্যাংকসমূহের দায়বদ্ধতা বাড়াতে অর্থনৈতিক লেনদেনের উপর কর আরোপের বিষয়টি আরো জোরালোভাবে উচ্চারিত হয়েছে৷ জি ২০ বৈঠকের ঘোষণাপত্রে অব্যাহত বেকারত্বের ব্যাপারে সতর্কতা উচ্চারণ করা হয়৷ এছাড়া বিশ্ব মন্দা থেকে উত্তরণে গৃহীত পুনরুজ্জীবনী কর্মসূচিসমূহ এখনই যেন প্রত্যাহার করা না হয় সে ব্যাপারে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে৷

মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গাইথনার বলেন, ‘‘আমরা যদি এক্ষেত্রে এখনই থেমে যাই, তবে তা অর্থনীতি এবং অর্থব্যবস্থাকে আরো দুর্বল করে দেবে৷ বাড়বে বেকারত্ব এবং আরো ব্যবসা প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়বে৷ শুধু তাই নয়, বাজেট ঘাটতি বেড়ে যাওয়ার ফলে সঙ্কট হবে আরো ভয়াবহ৷'' ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন অর্থনৈতিক লেনদেনের উপর কর চালুর উপর গুরুত্বারোপ করেন৷ ব্রাউন বলেন, ‘‘এ অবস্থা চলতে দেওয়া যায় না যে, এই খাতের সফলতার ভাগ যাবে মাত্র গুটিকয়েক ব্যক্তির ঘরে, অথচ ব্যর্থতার দায়ভার গিয়ে বর্তাবে সবার উপর৷'' অবশ্য অর্থনৈতিক লেনদেনের উপর কর আরোপের বিপক্ষে অবস্থান ওয়াশিংটনের৷

G20 Finanzministertreffen in St Andrews Schottland
সেন্ট অ্যান্ড্রুজে রুশ অর্থমন্ত্রী (মাঝে)ছবি: AP

স্কটল্যান্ড বৈঠকের ঘোষণাপত্রে ‘অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি' সম্পর্কে বলা হয়েছে যে, ‘পুনরুদ্ধার কিছুটা হলেও তা অসম মাত্রায় হচ্ছে এবং নীতিগত অবলম্বনের উপর নির্ভরশীল৷' তাই বৈঠকে অর্থমন্ত্রীরা অর্থনৈতিক পুনরুদ্ধার পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত এর উন্নতির জন্য সরকারি উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন৷ এছাড়া বৈঠকে বিভিন্ন দেশের অর্থনীতির পারস্পরিক মূল্যায়ন চালু করার কথা বলা হয় যাতে করে জানুয়ারি মাসের শেষ নাগাদ জাতীয় এবং আঞ্চলিক নীতি কাঠামো দাঁড় করানো সম্ভব হয়৷

এদিকে, ডিসেম্বর মাসে কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জি ২০ বৈঠকের আয়োজন করা হলেও, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন অর্থনৈতিক পরিকল্পনার ব্যাপারে কোনই অগ্রগতি হয়নি৷ বরং স্কটল্যান্ড বৈঠকে অর্থমন্ত্রীদের ঘোষণা, ‘কোপেনহেগেনে একটি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য আমরা কাজ করবো৷' জার্মান অর্থমন্ত্রী ভল্ফগ্যাং শয়েবলে বলেন, ‘‘আমরা এ ব্যাপারে কোন একক সমাধানে পৌঁছতে পারিনি৷'' অবশ্য তারপরেও শয়েবলের আশা, কোপেনহেগেন সম্মেলন ব্যর্থ হবে না৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়