জলমগ্ন হেনানে খাবার নেই
ঝটিতি বৃষ্টিতে লণ্ডভণ্ড চীনের হেনান প্রদেশ। খাওয়ার জল পর্যন্ত মিলছে না। এখনো পর্যন্ত মৃত ৩০।
বৃষ্টি এবং ঝড়
এমন বৃষ্টি দেখেনি কখনো হেনান প্রদেশের মানুষ। ভয়াবহ বৃষ্টি সঙ্গে ঝড়। হলুদ নদীর জল ঢুকেছে শহরের ভিতর।
সাবওয়েতেও জল
শহরের রাস্তাঘাট তো বটেই, সাবওয়েতেও জল ঢুকে গেছে। বন্ধ সমস্ত পরিবহন।
ক্ষতিগ্রস্ত জাংজাউ
বন্যায় সবচেয়ে ক্ষতি হয়েছে জাংজাউ শহরের। গোটা শহর কার্যত জলের তলায়।
ভাসছে গাড়ি
ঝড় এবং বন্যায় ভেসে গেছে গাড়ি। রাস্তার ধারের দোকান। বৃষ্টি কমেছে। কিন্তু জল নামেনি। তারই মধ্যে মানুষ হারিয়ে যাওয়া গাড়ির সন্ধানে বেড়িয়েছেন।
মানুষের ক্ষোভ
সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, কেন আগে থেকে সতর্ক হয়নি প্রশাসন।
সংকেত ছিল এবং আছে
বৃষ্টির লাল সংকেত আগেই ঘোষণা করেছিল আবহাওয়া দফতর। ফের বৃষ্টির সংকেত জারি হয়েছে।
রাস্তায় সেনা এবং সাধারণ মানুষ
ঝড় এবং বন্যার তাণ্ডবের পর উদ্ধারকাজে নেমেছে সেনা। সাধারণ মানুষও হাত লাগিয়েছেন। অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এখনো আটজন নিখোঁজ।
খাবার নেই, জল নেই
খাওয়ার জল, খাবার কিচ্ছু পাওয়া যাচ্ছে না। জলের গাড়ি বিভিন্ন এলাকায় ঘুরে জল দিচ্ছে। ইনস্ট্যান্ট নুডল খেয়ে বেঁচে আছে মানুষ।