1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় ইস্যু দলীয় রাজনীতির উর্দ্ধে রাখা উচিত: ড.নজরুল ইসলাম

২৬ জুলাই ২০১১

জাতিসংঘে কর্মরত অর্থনীতি ও সামাজিক বিশেষজ্ঞ এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের বিশ্ব-সমন্বয়কারী ড. নজরুল ইসলাম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেছেন৷

https://p.dw.com/p/123A3
‘বেন'এর বিশ্ব-সমন্বয়কারী ড.নজরুল ইসলামছবি: DW

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন' বা ‘বাপা'র সঙ্গে প্রবাসীদের উদ্যোগে গঠিত বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বা ‘বেন'এর সহযোগিতার পাশাপাশি দেখা যাচ্ছে আরও উদ্যোগ৷ যেমন বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সেদেশে জ্বালানির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেল জার্মানির বন শহরে৷ ২১ থেকে ২৩শে জুলাই বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা নানা মতামত, প্রস্তাব ও ভবিষ্যৎ দিশায় অগ্রগতির পথ সম্পর্কে আলোচনা করলেন৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অর্থনীতি বিষয়ক কর্মকর্তা ড. নজরুল ইসলাম৷

Bangladesch Verschmutzte Flüsse Flash-Galerie
বাংলাদেসে পরিবেশ সংরক্ষণ আজও এক বড় সমস্যাছবি: Tom Felix Joehnk

বিদেশে বসবাসরত বাংলাদেশিরা বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন৷ সরকার ও বেসরকারি উদ্যোগে তাদের অংশগ্রহণ বেড়ে চলেছে৷ নানা সমস্যা সত্ত্বেও তিনি ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী৷ তবে পরিবেশের মতো জাতীয় ইস্যুতে দলীয় রাজনীতির উর্দ্ধে উঠে বাংলাদেশে এক ঐকমত্য গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান