জার্মানিতে আজ টাই পরে বের হবেন না, কেটে নেবে, বিনিময়ে চুমু
১১ ফেব্রুয়ারি ২০১০যদি কোন ছেলে আজ গলায় টাই ঝুলিয়ে ঘুরে বেড়ায় তো রক্ষে নেই৷ কচাৎ করে টাইয়ের অর্ধেকটা শেষ! টাই কেটে ফেলেছে বলে দু:খ করার কিছু নেই৷ কারণ, উপহার হিসাবে আছে একটি প্রগাঢ় চুম্বন! উৎসবের প্রথমদিনের মজা এটি৷
আজ থেকে শুরু হচ্ছে জার্মানির সবচেয়ে বড় উৎসব কার্নেভালের৷ সকালে হাজার হাজার নারী পুরুষ শিশু নেমে যাবে রাস্তায়৷ নানা রঙের কাপড় পড়ে, মুখোশ পরে ঘুরে বেড়ানো, গান গাওয়া, নাচ সব করে তোলে এই সময়টি দারুন উপভোগ্য৷ কিম্ভুতকিমাকার সব পোশাক, মূলত নিজেরাই তৈরি করেন৷
উৎসবের প্রথম এই দিনটিকে বলা হয় ভাইবারফেস্টনাখট৷ এদিনে মেয়েরা প্রচন্ড ক্ষমতার অধিকারী৷ সেই ক্ষমতা তিনি ইচ্ছেমত ব্যবহার করতে পারেন৷ না, তাদের কোন কাজে কেউ দেবে না কোন বাধা৷ খুবই সহজ সরল কিন্তু অসম্ভব আনন্দের একটি দিন৷ মেয়েরাই চালাবে মেয়র অফিস৷ কোন বাধা নেই৷
নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের সবচেয়ে জনপ্রিয় কোলন এবং ডুসেলডর্ফ শহর৷ কার্নেভাল উপলক্ষে বিভিন্ন দোকানপাটে ইতিমধ্যেই বেশ ভালো বিক্রিবাট্টা হয়েছে৷ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মুখোশ৷
কার্নেভাল মূলত খ্রীষ্টান ধর্মাবলম্বীদের ক্যাথলিক গোত্রের ধর্মীয় উৎসব৷ কিন্তু এখন জার্মানিতে তা আর নির্দিষ্ট কোন কিছুতে সীমাবদ্ধ নেই৷ সার্বজনীন উৎসব যাকে বলে৷
এবারের এই উৎসবকে কেন্দ্র করে প্রতিটি এলাকার পৌর কতৃপক্ষ আলাদা আলাদা দিনে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে৷ ক্লাবগুলোতেও নানা কর্মসূচী৷ সময়টিকে আনন্দে মাতিয়ে তোলার জন্য নানা চেষ্টা৷
প্রতিবেদন: সাগর সরওয়ার, সম্পাদনা: রিয়াজুল ইসলাম