জার্মানিতে ইমামদের প্রশিক্ষণ দেয়া হবে
২১ নভেম্বর ২০১৯জার্মানিতে প্রায় ৪৫ লাখ মুসলমানের বাস৷ এর মধ্যে ত্রিশ লাখের বেশি তুর্কি বংশোদ্ভূত মুসলমান৷ ফলে জার্মানির বেশিরভাগ ইমাম এসেছেন তুরস্ক থেকে৷ সে দেশেই তাঁরা প্রশিক্ষণ পেয়েছেন৷ তাঁদের বেতনও আসে তুরস্ক থেকে৷
এই ইমামদের একটি বড় অংশ তুরস্ক সরকারের সমর্থক৷ এছাড়া ইমামদের ভাষাও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার কারণে সাম্প্রতিক সময়ে জার্মান সরকার জার্মানিতে ইমামদের প্রশিক্ষণের বিষয়টি বিবেচনা করছিল৷
অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় অসনাব্রুক বিশ্ববিদ্যালয়ে একটি সংস্থা গড়ে তোলা হয়েছে, যেখান থেকে ইমামদের প্রশিক্ষণ দেয়া হবে৷
‘সেন্ট্রাল কাউন্সিল অফ মুসলিমস ইন জার্মানি’ বা জেডএমডি এই সংস্থার সঙ্গে কাজ করবে৷ জেডএমডির চেয়ারম্যান আয়মান মাজায়েক বলছেন, এ ধরনের সংস্থা গড়ে তোলার উদ্যোগটি ভালো৷ তবে কয়েক দশক আগেই সেটা করা উচিত ছিল৷
অসনাব্রুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাউফ সেলান জার্মানিতে ইমামদের প্রশিক্ষণ বিষয়ে একটি ‘রোড ম্যাপ’ তৈরি করেছিলেন৷ পাইলট প্রকল্পটিকে তিনি ‘দরজায় পা রাখার’ সঙ্গে তুলনা করেছেন৷ তবে এই প্রকল্প নিয়ে এখনই ‘উচ্চাশা' পোষণ করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি৷
সেদা স্যার্দার/জেডএইচ