জার্মানিতে দিনে প্রায় দুই হাজার যানজট!
১৭ জানুয়ারি ২০১৯এডিএসি বলছে, যানজটের জন্য যাত্রীদের অতিরিক্ত চার লক্ষ ৫৯ হাজার ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়েছে৷
জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থরাইন ওয়েস্টফালিয়াতে সবচেয়ে বেশি যানজট লেগেছিল৷ সংখ্যার হিসেবে জার্মানির মোট যানজটের প্রায় ৩৫ শতাংশই হয়েছিল এই রাজ্যে৷ এর পরে আছে বাভারিয়া (১৭ শতাংশ) ও বাডেন-ভ্যুর্টেমব্যার্গ (১১ শতাংশ)৷ উল্লেখ্য, বিএমডাব্লিউর সদরদপ্তর বাভারিয়ার মিউনিখ এবং মার্সিডিজ বেনৎসের সদরদপ্তর বাডেন-ভ্যুর্টেমব্যার্গের স্টুটগার্টে অবস্থিত৷
২০১৮ সালে সপ্তাহের বুধবার দিনটি সবচেয়ে বেশি যানজটের দিন ছিল৷ ২০১৭ সালে সেই দিনটি ছিল বৃহস্পতিবার৷ এডিএসি বলছে, গতবছর প্রতি বুধবার গড়ে পাঁচ হাজার ৯০০ কিলোমিটার দীর্ঘ যানজট লেগেছে৷ আর বৃহস্পতিবার যানজটের দৈর্ঘ্য ছিল গড়ে পাঁচ হাজার ৮০০ কিলোমিটার৷
যানজট সবচেয়ে কম লেগেছে শনি ও রবিবার৷ কারণ, এই দুদিন জার্মানিতে সপ্তাহান্ত এবং সে কারণে অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে৷ এছাড়া সপ্তাহান্তে যানজট কমাতে রবিবার বেশিরভাগ ট্রেলার ট্রাক চলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
২০১৮ সালের সবচেয়ে বেশি যানজটময় দিনটি ছিল ২৮ জুন, বৃহস্পতিবার৷ সেদিন গ্রীষ্মের ছুটির ট্রাফিক আর কর্মদিবসের ট্রাফিক সব একসঙ্গে মিলে ঐ পরিস্থিতি তৈরি হয়েছিল৷
ব্রেমেন, লোয়ার সাক্সোনি আর সাক্সোনি-আনহাল্ট রাজ্য গ্রীষ্মের ছুটি শুরুর সময় প্রায় ১৩ হাজার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছে এডিএসি৷
ডেভিস ফানঅপড্রোপ/জেডএইচ