1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বেকারত্ব কমছেই

১ জুন ২০১৮

সরকারের হিসেব বলছে, ১৯৯০ সালে জার্মানির পুনরেকত্রীকরণের পর গেল মে মাসে সবচেয়ে কম মানুষ কর্মহীন ছিলেন৷ কোম্পানিগুলো আগের চেয়ে অনেক বেশি লোক কাজে নিচ্ছে৷

https://p.dw.com/p/2ym76
Arbeiter mit Presslufthammer, Abrissarbeiten, Workers with air hammer...
ছবি: picture-alliance/Bildagentur-online/Falkenstein

বুধবার জার্মানির ফেডারেল লেবার এজেন্সি, বিএ প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, মে মাসে মাত্র ৫ দশমিক ২ শতাংশ মানুষ জার্মানিতে কর্মহীন ছিলেন৷ এপ্রিলের চেয়ে কমেছে ০ দশমিক ১ শতাংশ৷ অর্থাৎ সোয়া আট কোটি মানুষের দেশে মাত্র ২৩ লাখ কর্মহীন ছিলেন৷

সারা বিশ্বে জার্মান পণ্যের কদর বাড়ার কারণেই ইউরোপের এই পাওয়ার হাউজে বছরের পর বছর ধরে কাজ বাড়ছে এবং কমছে বেকারত্ব৷ মে মাসের পরিসংখ্যান বলছে বছরে প্রায় ১ লাখ ৮২ হাজার মানুষ নতুন কর্ম খুঁজে পাচ্ছেন৷ এই হার ১৯৯০ সালে জার্মানি পুনরেকত্রীকরণের পর সবচেয়ে কম৷

পরিসংখ্যান প্রকাশের পর বিএ প্রেসিডেন্ট ডেটলেফ শিলে যে বিষয়টিতে জোর দেন তা হলো, সারা বিশ্বে বাণিজ্য নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েনি জার্মানির কর্মক্ষেত্রে৷

তিনি জানান যে, তাঁদের লক্ষ্য হলো, দীর্ঘমেয়াদে কর্মহীনদের সংখ্যা কমানো, যা কমেছে ৭৯ হাজারের মতো৷ লেবার এজেন্সি কর্মকর্তারা জানান, বছরের প্রথম ভাগে বাণিজ্য প্রবৃদ্ধিতে শ্লথগতির পরও কোম্পনিগুলো জনবল নিয়োগে পিছপা হয়নি৷

২০১৭ সালে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২ ভাগ৷ সরকার ও বেসরকারি খাতের পর্যবেক্ষণ হলো, ২০১৮-তেও প্রবৃদ্ধি বাড়বে বা ধরে রাখা যাবে৷

জেডএ/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য