1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বৈদ্যুতিক গাড়ি

২০ আগস্ট ২০০৯

জার্মান সরকার দেশজুড়ে ২০২০ সাল নাগাদ দশ লাখ বৈদ্যুতিক গাড়ি নামানোর পরিকল্পনা পেশ করল বুধবার বার্লিনে৷ চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল-এর মন্ত্রীসভা এই পরিকল্পনা অনুমোদন করেছে৷

https://p.dw.com/p/JEQx
ছবি: cc_GNU 1.2._El monty

সংশ্লিষ্ট প্রস্তাবে বলা হয়েছে, ২০৩০ সালে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ৫০ লাখে দাঁড়াতে পারে৷

জার্মান সরকার উন্নততর ব্যাটারি ও রিচার্জিং ব্যবস্থার ক্ষেত্রে গবেষণা কাজে উৎসাহ দিতে ইলেকট্রিক কার তৈরির পথ ব্যাপকভাবে প্রশস্ত করতে চায়৷ কারণ এক্ষেত্রে এশিয়ার বিভিন্ন কোম্পানি এগিয়ে আছে৷

পরিবহন মন্ত্রী ভোল্ফগাং টিফেনজে বলেছেন, এই আস্থা আমাদের আছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও এশিয়ার সঙ্গে প্রতিযোগিতা করার জন্য পর্যাপ্ত উৎসাহ দিতে পারবে জার্মানি৷ তিনি আরো বলেন, সরকারের পরিকল্পনার লক্ষ্য হল প্রাত্যহিক জীবনে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক গাড়ির ব্যাপক ব্যবহার চালু করা৷

বার্লিন এক লক্ষ বৈদ্যুতিক গাড়ি বিক্রি করার পথ পরিষ্কার করতে অর্থসাহায্যের এক কর্মসূচিও পরীক্ষা করে দেখছে৷ তবে পরিবেশবাদী বিভিন্ন গ্রুপ অবশ্য সরকারের পরিকল্পনার সমালোচনা করছে৷ তারা মনে করে, সরকার ক্রেতাদের উৎসাহ দিতে পর্যাপ্ত আর্থিক সাহায্য দিতে প্রস্তুত নয়৷

পরিবেশবাদীদের দাবি, বৈদ্যুতিক গাড়ির ক্রেতাদের ৫০০০ ইউরো করে ভর্তুকি দেয়া হোক৷

Flash-Galerie VCD Umweltliste
বৈদ্যুতিক গাড়ি পরিবেশ সহায়ক হবে বলে মনে করা হচ্ছেছবি: AP

জার্মান মোটরগাড়ি চালকদের ক্লাব প্রস্তাবের সমালোচনা করে বলেছে, বৈদ্যুতিক গাড়ি অদূর ভবিষ্যতে জলহাওয়া বাঁচাতে সক্ষম হবে না৷ তবে জার্মান তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ ও নয়া মিডিয়া সমিতি বিটকম সরকারের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে৷ বলেছে, সড়ক পরিবহন উন্নত করার ক্ষেত্রে এই পরিকল্পনা একটি মাইল ফলক৷

জার্মান মোটরগাড়ি নির্মাতা বিএমডব্লিউ ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়ির জন্য লিথিয়াম-আয়ন ব্যাটারি সরবরাহের জন্য মোটরগাড়ির খুচরো যন্ত্রাংশ উৎপাদক কোম্পানি বশ ও তার কোরিয়ান সহযোগী সামসুং-এর সঙ্গে যুক্ত হয়েছে৷

আর এক জার্মান কোম্পানি ফোক্সভাগেন আশা করছে, তারা ২০১৩ সালে তাদের প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক গাড়ি বাজারে ছাড়তে পারবে৷

প্রতিবেদকঃঝুমুর বারী, সম্পদনাঃ আব্দুল্লাহ আল-ফারূক