1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বয়স্কদের দারিদ্র্য বাড়বে

১৩ সেপ্টেম্বর ২০১৯

অবসরভাতা পেলেও দুই দশকের মধ্যে অনেক প্রবীণ খুব অর্থকষ্টে পড়বেন৷ জানাচ্ছে, জার্মানির গবেষণা প্রতিষ্ঠান ডিআইডাব্লিউ৷

https://p.dw.com/p/3PXyW
Altersarmut
ছবি: picture-alliance/dpa/S. Pilick

জার্মানির অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ডিআইডাব্লিউ-র সমীক্ষা বলছে, অবসরভাতা পাচ্ছেন এমন প্রবীণদের মধ্যে ২০৩৯ সাল নাগাদ দারিদ্র্য আশঙ্কাজনক হারে বাড়বে৷ এখন প্রবীণদের মধ্যে শতকরা ১৬ দশমিক আট ভাগ অর্থকষ্টে রয়েছেন৷ ডিআইডাব্লিউ-র সমীক্ষা অনুযায়ী ২০৩৯ সাল নাগাদ এই হার বেড়ে ২১ দশমিক ছয় হবে৷

ডিআইডাব্লিউ-র সমীক্ষা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্টেলসমান ফাউন্ডেশন৷ প্রতিবেদনে জানানো হয়, আগামী দুই দশকে শ্রম বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে৷ তারপরও বয়স্কদের মধ্যে, বিশেষ করে যাঁরা শিক্ষাগত যোগ্যতা বা বিশেষ কারিগরি দক্ষতায় পিছিয়ে, তাদের সঙ্কটে পড়তে হবে৷

ন্যূনতম আয় কত হলে এমন সঙ্কটে পড়ার আশঙ্কা? ডিআইডাব্লিউ-এর সমীক্ষা অনুযায়ী, গড় আয়ের শতকরা ৬০ ভাগেরও কম যাঁদের আয়, তাঁদের জন্য এ আশঙ্কা সবচেয়ে বেশি৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ, ইপিডি, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য