1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মুসলমানদের ‘মসজিদ কর' দিতে হবে?

২৬ ডিসেম্বর ২০১৮

জার্মানিতে খ্রিষ্টানদের ‘গির্জা কর' দিতে হয়৷ এবার মুসলমানদের জন্যও এমন করের কথা ভাবা হচ্ছে৷ মসজিদ পরিচালনায় বিদেশি নির্ভরতা কমাতে এমন পরিকল্পনা করা হচ্ছে৷

https://p.dw.com/p/3AePQ
Sehitlik Moschee in Berlin
ছবি: Getty Images/C. Koall

বুধবার ‘ডি ভেল্ট' পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের সদস্য টর্স্টেন ফ্রাই বলেন, মসজিদ করের প্রস্তাব ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ'৷ এর ফলে জার্মানিতে ইসলাম ধর্ম বিদেশি রাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে পারবে৷

জার্মানির জোট সরকারের অংশ সামাজিক গণতন্ত্রী দলের অভ্যন্তরীণ নীতি বিষয়ক প্রধান বুর্কার্ড লিশকা'ও মনে করছেন, মসজিদ কর আরোপ হলেজার্মানিতে ইসলাম ধর্মআরো স্বাধীন হবে৷ কর নির্ধারণের প্রস্তাবটি ‘আলোচনা করার মতো বিষয়' বলেও মন্তব্য করেন তিনি৷

উল্লেখ্য, জার্মানিতে ক্যাথলিক ও প্রোটেস্টান্ট ধর্মপালনকারীদের কাছ থেকে গির্জা কর সংগ্রহ করে সরকার৷ এরপর সেই অর্থ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে দেয়া হয়৷

জার্মানির মতো অস্ট্রিয়া, সুইডেন ও ইটালিতেও খ্রিষ্টান ধর্মপালনকারীদের গির্জা কর দিতে হয়৷

জার্মানিতে মুসলমানদের ক্ষেত্রে এমন কোনো করের ব্যবস্থা না থাকায় মসজিদগুলোকে দানের উপর নির্ভর করতে হয়৷ অনেকসময় এই দান আসে বিদেশি রাষ্ট্রগুলো থেকে৷ সেক্ষেত্রে দেখা যায়, কোনো কোনো রাষ্ট্র দানের বিনিময়ে মসজিদের মাধ্যমে ধর্মপ্রাণদের মধ্যে মৌলবাদী আদর্শ ছড়ানোর চেষ্টা করে৷

উদাহরণ হিসেবে তুরস্ক সরকার পরিচালিত ‘টার্কিশ-ইসলামিক ইউনিয়ন ফর রেলিজিয়াস অ্যাফেয়ার্স' বা ডিটিব-এর কথা বলা যেতে পারে৷ এই সংস্থার অধীনে জার্মানিতে প্রায় ৯০০ মসজিদ আছে, যেগুলো পরিচালনা ও ইমামদের বেতনের খরচ আসে তুরস্ক থেকে৷ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সাম্প্রতিক সময়ে জার্মানিতে সমালোচনার মুখে পড়ে ডিটিব৷

এছাড়া সৌদি অর্থায়নেও জার্মানিতে অনেক মসজিদ পরিচালিত হয়ে থাকে৷

সরকারি তথ্য বলছে,জার্মানিতে ৪৪ থেকে ৪৭ লাখ মুসলিম বাস করেন৷ এর মধ্যে পারিবারিক ঐতিহ্যের কারণে যাঁরা মুসলমান, তাঁরাও আছেন৷ ফলে ইসলাম ধর্ম পালন করেন এমন মুসলমানের সংখ্যা অনেক কমও হতে পারে৷

মসজিদ প্রতিষ্ঠাতার সমর্থন

রাজধানী বার্লিনের একটি প্রগতিশীল মসজিদের প্রতিষ্ঠাতা সেরান আতেস মসজিদ করের প্রস্তাবের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন৷ ‘ডি ভেল্ট' পত্রিকাকে তিনি বলেন, এর ফলে ‘ভবিষ্যতে মুসলমান সম্প্রদায়ের যা প্রয়োজন হবে, তা সদস্যদের দ্বারাই বহন করা সম্ভব হতে পারে'৷

জেডএইচ/এসিবি (এএফপি, ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য