1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

জার্মানিতে মূল্যস্ফীতির পাশাপাশি বেতনও বেড়েছে

৩০ মে ২০২৪

গত ছয় মাসের মধ্যে জার্মানিতে চলতি মে মাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতি বেড়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির পরিসংখ্যান কার্যালয় ডেস্টাটিস৷ আর এ বছরের প্রথম তিন মাসে বেতন বৃদ্ধির হার ২০০৮ সালের পর সবচেয়ে বেশি ছিল৷

https://p.dw.com/p/4gRg4
সুপারশপের ট্রলিতে বিভিন্ন মুদি পণ্য
জার্মানিতে মে মাসে খাবারের দাম আগের বছরের মে মাসের তুলনায় দশমিক ছয় শতাংশ বেড়েছেছবি: Frank Hoermann/SVEN SIMON/IMAGO

মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ২.৪ শতাংশ৷ অর্থাৎ, আগের বছরের মে মাসের তুলনায় মূল্য বেড়েছে ২.৪ শতাংশ৷ এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ২.২ শতাংশ৷ ডেস্টাটিস বলছে, ছয় মাসের মধ্যে মে মাসেই প্রথমবার মূল্যস্ফীতি বাড়লো৷

ডেস্টাটিস আরও জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে বেতন বেড়েছে ৬.৪ শতাংশ৷ তবে মূল্যস্ফীতি সমন্বয় করার পর বেতন বৃদ্ধির হার হয় ৩.৮ শতাংশ৷ এই হার ২০০৮ সালের পর সবচেয়ে বেশি৷

বেতন বাড়ায় মে মাসে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে ধারনা করেছিলেন অর্থনীতিবিদেরা৷ জার্মানিতে মে মাসে খাবারের দাম আগের বছরের মে মাসের তুলনায় ০.৬ শতাংশ বেড়েছে৷ এ বছরের মে মাসে সেবার দাম ৩.৯ শতাংশ বেড়েছে৷

আগের বছরের তুলনায় জ্বালানির দাম ১.১ শতাংশ কমেছে৷ মূল্য সংযোজন কর বা ভ্যাট আগের ১৯ শতাংশে ফিরে যাওয়ার পরও জ্বালানির দাম কমেছে৷ ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের হামলা করার পর জ্বালানির দাম বাড়তে থাকায় জার্মান সরকার জ্বালানির মূল্যের উপর ভ্যাট ১৯ শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করেছিল৷

চলতি বছরে মূল্যস্ফীতির হার ২.৪ শতাংশ হতে পারে বলে ধারনা করছে জার্মান সরকার৷ গতবছর এটি ৫.৯ শতাংশ ছিল৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য