জার্মানিতে শিক্ষককে খুনের দায়ে কিশোর শিক্ষার্থী গ্রেপ্তার
১১ জানুয়ারি ২০২৩মঙ্গলবার কর্তৃপক্ষ জানায়, শিক্ষককে হত্যার দায়ে জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইববেনবুরেন থেকে ঐ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডটি ঘটে এক ভোকেশনাল স্কুলে। নিহত শিক্ষকের বয়স ছিল ৫৫ বছর।
হত্যার কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে ছেলেটি ক্লাসে ঢুকে হামলা করার সময় শিক্ষক একাই ছিলেন। হামলাকারী ছুরি দিয়ে কুপিয়ে শিক্ষককে খুন করে।
পরে ছেলেটি পুলিশকে ফোন করে এবং কোনো প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করে বলে জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ম্যুনস্টারের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের এক মুখপাত্র জানান।
এদিকে, জার্মানির পশ্চিমাঞ্চলের এক শহরের স্কুলে গণহত্যার পরিকল্পনা করার অভিযোগে আরেক শিক্ষার্থীর বিচার চলছে। ওই শিক্ষক ও শিক্ষার্থীদের হত্যা করতে চেয়েছিল।
ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে চরম, ডানপন্থি আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐ ছাত্র পাইপ বোমা দিয়ে অপরাধ সংঘটনের পরিকল্পনা করেছিল।
২০২০ সালের ছবিঘর
একেএ/এসিবি (ডিপিএ, এএফপি)