1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে সন্দেহভাজন ৫ জঙ্গি আটক

৮ নভেম্বর ২০১৬

জার্মানির দু'টি রাজ্য থেকে তথাকথিত জঙ্গি সংগঠন আইএস-এর সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে৷ গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে একজন জার্মানির মুসলিম সমাজে ভীষণ পরিচিত নাম ‘আবু ওয়ালা'৷

https://p.dw.com/p/2SKTC
জার্মান পুলিশ
ছবি: picture-alliance/dpa/M. Becker

বার্তা সংস্থা ডিপিএ-র খবর অনুযায়ী, মঙ্গলবার লোয়ার স্যাক্সনি এবং নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্য থেকে তথাকথিত জঙ্গি সংগঠন আইএস-এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়৷ সম্প্রতি জার্মানি থেকে সিরিয়ায় গিয়ে আইএস-এর হয়ে যুদ্ধে অংশ নেয়া এক তরুণ তুরস্কে ধরা পড়েন৷ সেখান থেকেই জার্মানির স্যুড ডয়চে সাইটুং পত্রিকা এবং দু-দু'টি সংবাদমাধ্যম এনডেআর ও ভেডেআর-কে দেয়া সাক্ষাৎকারে ওই তরুণ আবু ওয়ালাকে জার্মানিতে আইএস-এর নেতা হিসেবে উল্লেখ করে৷ ২২ বছর বয়সি তরুণ অনিল ও-র সাক্ষাৎকারটি গত জুলাইয়ে প্রকাশিত হয়৷

তখন থেকেই গোয়েন্দারা ইরাকি বংশোদ্ভূত সালাফিস্ট নেতা আহমাদ আব্দেলাজিজ এ ওরফে আবু ওয়ালাকে নজরদারিতে রেখেছিলেন৷

সাম্প্রতিক সময়ে সন্দেহভাজন আইএস জঙ্গিদের ধরার জন্য বেশ কয়েক জায়গায় অভিযানও চালানো হয়৷ গত জুলাইয়ে হিলডেসহাইম শহরে সালাফিস্টদের বৈঠকস্থল হিসেবে পরিচিত একটি মসজিদে তল্লাসি চালিয়ে গোয়েন্দারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পান৷ তাঁরা জানতে পারেন, জার্মানি থেকে পালিয়ে গিয়ে আইএস-এ যোগ দেয়া তরুণদের অনেকেই কোনো-না-কোনো সময় আবু ওয়ালার ইসলাম বিষয়ক আলোচনা সভায় অংশ নিতেন৷

জার্মানিতে ‘আবু ওয়ালা'-র আরেক নাম ‘চেহারাহীন ধর্মপ্রচারক'৷ তিনি কখনোই সামনে থেকে ছবি তুলতে দিতেন না৷ তাঁর সব ছবি তুলতে হতো পেছন থেকে৷ ফলে কোনো ছবি বা ভিডিওতেই চেহারা দেখা যেত না৷ এ কারণেই তাঁকে বলা হতো, ‘প্রিচার উইদাউট ফেস', অর্থাৎ ‘চেহারাহীন ধর্মপ্রচারক৷'

মঙ্গলবার তিনিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারের পর প্রত্যেকেই আইএস-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন৷

এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান