1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে সমকামীদের উপর হামলা বাড়ছে

২৭ সেপ্টেম্বর ২০১৯

জার্মানিতে সাম্প্রতিক বছরগুলোতে সমকামী, উভকামী এবং হিজড়াদের উপর হামলার সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়৷ এই পরিস্থিতি পরিবর্তনে আরো পদক্ষেপ দরকার বলে মনে করছেন রাজনীতিবিদরা৷

https://p.dw.com/p/3QKNs
ছবি: Getty Images/C. Koall

বৃস্পতিবার জার্মান সরকারের প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, দেশটিতে সমকামী, উভকামী এবং হিজড়াদের (এলজিবিটি+) উপর হামলা বাড়ছে৷ ২০১৩ সালে পঞ্চাশটির মতো এরকম হামলার ঘটনা ঘটেছিল৷ ২০১৮ সালে তা বেড়ে সাতানব্বইটিতে দাঁড়িয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷

আর চলতি বছরের প্রথম ছয় মাসে এরকম হামলার সংখ্যা ৫৮টি৷ তবে অসহিংস কিন্তু বিদ্বেষমূলক অপরাধ হিসেবে ধরলে সংখ্যাটি ২৪৫৷

জার্মানির বাম দলের রাজনীতিবিদ ডরিস আখেলভিল্ম মনে করেন, সংখ্যালঘুরা যেসব সামাজিক সমস্যায় ভুগছেন, সেসম্পর্কে ধারণা পাওয়া যায় এই পরিসংখ্যান থেকে৷ সরকারের এই পরিসংখ্যানকে গুরুত্ব সহকারে নিয়ে এলজিবিটি+দের রক্ষায় পদক্ষেপ নেয়া উচিত বলে মত দিয়েছেন তিনি৷

এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তা বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৯ সালে এলজিবিটি+বিরোধীদের দ্বারা বিভিন্ন সম্পদের ক্ষতি করার হারও বেড়েছে৷

সমকামীদের সংগঠন এলএসভিডি'র মুখপাত্র হেলম্যুট মেৎসনার জানান, পরিসংখ্যানে যে তথ্য উঠে এসেছে বাস্তবে তারচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটছে, কেননা অনেকে পুলিশকে সেসব তথ্য জানান না৷

তিনি বলেন, ‘‘সমকামীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ রুখতে প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের পাশাপাশি অপরাধ নথিভুক্ত করা এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে৷’’

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে বার্লিনভিত্তিক ট্রাভেল গাইড স্পার্টাক্যুস জানায় যে, সমকামীদের মধ্যে জার্মানির প্রতি যে আকর্ষণ ছিল, তা ক্রমশ কমে যাচ্ছে, কেননা, এদেশে তাদের উপর হামলা বাড়ছে৷ গে ট্রাভেল ইনডেক্সেও জার্মানির অবস্থান তৃতীয় থেকে নেমে তেইশে চলে গেছে৷

এআই/এসিবি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য