জার্মানিতে সমকামীদের উপর হামলা বাড়ছে
২৭ সেপ্টেম্বর ২০১৯বৃস্পতিবার জার্মান সরকারের প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, দেশটিতে সমকামী, উভকামী এবং হিজড়াদের (এলজিবিটি+) উপর হামলা বাড়ছে৷ ২০১৩ সালে পঞ্চাশটির মতো এরকম হামলার ঘটনা ঘটেছিল৷ ২০১৮ সালে তা বেড়ে সাতানব্বইটিতে দাঁড়িয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷
আর চলতি বছরের প্রথম ছয় মাসে এরকম হামলার সংখ্যা ৫৮টি৷ তবে অসহিংস কিন্তু বিদ্বেষমূলক অপরাধ হিসেবে ধরলে সংখ্যাটি ২৪৫৷
জার্মানির বাম দলের রাজনীতিবিদ ডরিস আখেলভিল্ম মনে করেন, সংখ্যালঘুরা যেসব সামাজিক সমস্যায় ভুগছেন, সেসম্পর্কে ধারণা পাওয়া যায় এই পরিসংখ্যান থেকে৷ সরকারের এই পরিসংখ্যানকে গুরুত্ব সহকারে নিয়ে এলজিবিটি+দের রক্ষায় পদক্ষেপ নেয়া উচিত বলে মত দিয়েছেন তিনি৷
এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তা বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৯ সালে এলজিবিটি+বিরোধীদের দ্বারা বিভিন্ন সম্পদের ক্ষতি করার হারও বেড়েছে৷
সমকামীদের সংগঠন এলএসভিডি'র মুখপাত্র হেলম্যুট মেৎসনার জানান, পরিসংখ্যানে যে তথ্য উঠে এসেছে বাস্তবে তারচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটছে, কেননা অনেকে পুলিশকে সেসব তথ্য জানান না৷
তিনি বলেন, ‘‘সমকামীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ রুখতে প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের পাশাপাশি অপরাধ নথিভুক্ত করা এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে৷’’
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে বার্লিনভিত্তিক ট্রাভেল গাইড স্পার্টাক্যুস জানায় যে, সমকামীদের মধ্যে জার্মানির প্রতি যে আকর্ষণ ছিল, তা ক্রমশ কমে যাচ্ছে, কেননা, এদেশে তাদের উপর হামলা বাড়ছে৷ গে ট্রাভেল ইনডেক্সেও জার্মানির অবস্থান তৃতীয় থেকে নেমে তেইশে চলে গেছে৷
এআই/এসিবি (ডিপিএ, এপি)