জার্মানির ফুটবল ক্লাবগুলোর পরিবেশ সচেতনতা
জার্মানির ফুটবল লিগ বুন্ডেসলিগার ক্লাবগুলো শুধু খেলায় জয়-পরাজয় নিয়েই ভাবেনা৷ পরিবেশ রক্ষাও তাদের চিন্তার একটি অংশ জুড়ে আছে৷
বোরুসিয়া ডর্টমুন্ড
ভালো করে স্টেডিয়ামের বাম পাশটি খেয়াল করুন৷ কালো অংশটি সোলার প্যানেল বসানো৷ ২০১৮ সালে এখান থেকে স্থানীয় গ্রিডে চার লাখ ৮৫ হাজার কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে৷ এছাড়া ক্লাবের প্র্যাকটিস মাঠে বৃষ্টির পানি ব্যবহার করা হয়৷
শালকে
ব্যবহৃত প্লাস্টিক কাপগুলো সংগ্রহ করে সেগুলো দিয়েই নতুন কাপ তৈরি করা হয়৷ এছাড়া ক্লাবের বাসনকোসন ধোয়ার যন্ত্রেও কম পানি ব্যবহার করা হয়৷
মাইনৎস
২০১১ সালে নিজেদের ‘বুন্ডেসলিগার প্রথম জলবায়ু-নিরপেক্ষ ক্লাব’ ঘোষণা করেছিল মাইনৎস৷ স্টেডিয়ামের ছাদে বসানো সোলার প্যানেলের কারণে বছরে বাতাসে ৪৭০ টন কার্বন ডাই-অক্সাইড কম নির্গত হয়৷
হফেনহাইম
ম্যাচের টিকিট কিনলেই এক ইউরো দিয়ে যত ইচ্ছা বীজ কিনতে পারেন দর্শকরা৷ এছাড়া জার্মানির উন্নয়ন মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে অংশ নেয় তারা৷ এর আওতায় কার্বন ফুটপ্রিন্ট অফসেট করে ক্লাবটি৷ সেই টাকা দিয়ে উগান্ডায় বিভিন্ন প্রকল্প পরিচালিত হয়৷
ভল্ফসবুর্গ
স্টেডিয়ামে এলইডি বাতি ব্যবহার করা প্রথম বুন্ডেসলিগা ক্লাব ভল্ফসবুর্গ৷ এছাড়া ২০১১ সাল থেকে শতভাগ সবুজ জ্বালানি ব্যবহার করছে ক্লাবটি৷ স্টেডিয়ামে ব্যবহার হওয়া পানি আসে পাশের খাল থেকে৷ ভল্ফসবুর্গ ক্লাবের নিজস্ব একটি বনও রয়েছে৷ সেখানে দুই হাজারের বেশি গাছ লাগানো হয়েছে৷
ফ্রাইবুর্গ
ক্লাবটি তাদের স্টেডিয়ামের ছাদে সোলার প্যানেল বসিয়েছে ১৯৯৫ সালে৷ এর পরের বছর তারা পানিহীন প্রস্রাবখানা চালু করে৷ এছাড়া প্রকৃতি সংরক্ষণকারী সংস্থা ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার’ এর সঙ্গে গত কয়েকবছর ধরে কাজ করছে ফ্রাইবুর্গ৷
বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ
গত বিশ বছর ধরে এলইডি বাতি ও পুনব্যবহারযোগ্য কাপ ব্যবহার করছে ক্লাবটি৷ এছাড়া ক্লাবের খাবার আসে স্থানীয় কৃষকদের কাছ থেকে৷ আর বেঁচে যাওয়া খাবার বিভিন্ন দাতব্য সংস্থায় দিয়ে দেয়া হয়৷ জ্বালানির উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিয়ে থাকে ম্যোনশেনগ্লাডবাখ৷
বায়ার লেভারকুজেন
এই মৌসুম থেকে শুধুমাত্র ফেরতযোগ্য কাপ ব্যবহার করছে ক্লাবটি৷ এরকম একটি কাপ সর্বোচ্চ ১৫০ বার ব্যবহার করা যায়৷ এছাড়া নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও কুয়ার পানি দিয়ে মাঠে পানি দেয়ার কাজ করা হয়৷
বায়ার্ন মিউনিখ
স্টেডিয়ামে পুনরায় ব্যবহারযোগ্য কাপ ব্যবহার করা হয়৷ আছে এলইডি প্রযুক্তিও৷ এছাড়া গতবছরের শেষের দিকে একটি পার্কিং গ্যারেজে সোলার প্যানেল বসানো হয়েছে৷
পাডাবর্ন
ছবি দেখেই বুঝতে পারছেন স্টেডিয়ামের ছাদে সোলার প্যানেল বসানো আছে৷ এগুলো থেকে প্রায় পাঁচ লাখ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপন্ন হয়৷ সমর্থকরা পুনরায় ব্যবহারযোগ্য কাপ ব্যবহার করেন৷ স্টেডিয়াম পাড়ায় প্রায় দুই হাজার সাইকেল রাখার ব্যবস্থা আছে৷ সংখ্যায় এটি ইউরোপের যে কোনো ফুটবল স্টেডিয়ামের চেয়ে বেশি৷