জার্মানির বিশ্বকাপ দলে যারা আছেন
কোচ ইওয়াখিম ল্যোভ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই জার্মানির দলটি সাজিয়েছেন৷ রাশিয়াতে লড়াইয়ের জন্য যে দল তিনি প্রস্তুত করেছেন, সেখানে পুরনোদের সঙ্গে রয়েছে কিছু নতুন মুখ৷ চলুন দেখে নেয়া যাক প্রাথমিক দলটি৷
মানুয়েল নয়ার
বিশ্বকাপ শুরুর আগে কি জার্মানির সেরা গোলরক্ষক পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন? ইনজুরির কারণে নয়ার লম্বা সময় মাঠের বাইরে থাকলেও জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ তাঁর অধিনায়ককে ঠিকই দলে রেখেছেন৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ৭৪, গোল: ০, বিশ্বকাপে অংশগ্রহণ: ২ বার
মার্ক আন্দ্রে ট্যার স্টেগেন
নয়ারের অনুপস্থিতিতে এফসি বার্সেলোনার প্রধান গোলরক্ষক ট্যার স্টেগেন জার্মান জাতীয় দলের গোলরক্ষকের ভূমিকা পালন করেন৷ জার্মানির বিশ্বকাপ দলেও তিনি আছেন দ্বিতীয় গোলরক্ষক হিসেবে৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ১৯ গোল: ০ বিশ্বকাপে অংশগ্রহণ: ০
কেভিন ট্রাপ
যেহেতু এখনো মানুয়েল নয়ারের বিশ্বকাপে অংশ নেয়া নিশ্চিত নয়, তাই চতুর্থ গোলরক্ষক হিসেবে কেভিন ট্রাপকে দলে রেখেছেন জার্মান কোচ৷ প্যারিস সঁ জার্মেইর এই গোলরক্ষকের আন্তর্জাতিক বড় ম্যাচে অংশ নেয়ার অভিজ্ঞতা তেমন একটা নেই৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ৩ গোল: ০ বিশ্বকাপে অংশগ্রহণ: ০
জেরোম বোয়াটেং
গত মার্চে ইনজুরির কবলে পড়ায় বোয়াটেংয়ের বিশ্বকাপে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছিল৷ কিন্তু জার্মান দলের রক্ষণভাগের এই বিশ্বস্ত খেলোয়াড় আশাবাদী ছিলেন এবং দলের রাশিয়া যাত্রায় শরিক হতে পেরেছেন৷ <br/> <br/>আন্তর্জাতিক ম্যাচ: ৭০ গোল: ১ বিশ্বকাপে অংশগ্রহণ: ২ বার
মাটস হুমেলস
জার্মানির রক্ষণভাগের আরেক শক্তি মাটস হুমেলস এফসি বায়ার্ন মিউনিখের হয়ে মৌসুমটা ভালোই কাটিয়েছেন৷ ল্যোভের কাছে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হুমেলস৷ <br/> <br/>আন্তর্জাতিক ম্যাচ: ৬৩ গোল: ৫ বিশ্বকাপে অংশগ্রহণ: ১ বার
আন্টোনিও রুডিগার
রক্ষণভাগের দুই খেলোয়াড়ের ব্যাকআপ হিসেবে দলে রয়েছেন এফসি চেলসি’র আন্টোনিও রুডিগার৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ২৩ গোল: ১ বিশ্বকাপে অংশগ্রহণ: ০
নিকলাস শ্যুলে
বায়ার্নের তরুণ এই খেলোয়াড় প্রাথমিক দলে জায়গা পেলেও রাশিয়ার বিশ্বকাপে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ৯ গোল: ০ বিশ্বকাপে অংশগ্রহণ: ০
ইওস্যুয়া কিমিশ
রক্ষণভাগের এই খেলোয়াড় মধ্যমাঠেও বেশ পারদর্শী৷ তবে তাঁর চূড়ান্ত অবস্থান কী হবে তা ঠিক করবেন ল্যোভ৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ২৭ গোল: ৩ বিশ্বকাপে অংশগ্রহণ: ০
ইওনাস হেক্টর
লেফট-ব্যাকের এই খেলোয়াড়ের এফসি কোলনের সঙ্গে মৌসুমটা খুব একটা ভালো কাটেনি৷ ইনজুরির কারণেও ভুগেছেন তিনি৷ তা সত্ত্বেও দলের অন্যতম ভরসা তিনি৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ৩৬ গোল: ৩ বিশ্বকাপে অংশগ্রহণ: ০
মার্ভিন প্লাটেনহার্ড্ট
ল্যোভের কাছে হেক্টরের বিকল্প হচ্ছে প্লাটেনহার্ড্ট৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ৬ গোল: ০ বিশ্বকাপে অংশগ্রহণ: ০
মাটিয়াস গিন্টার
২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের একজন সদস্য মাটিয়াস গিন্টার৷ তবে সেবার একবারও মাঠে নামা হয়নি তাঁর৷ রক্ষণভাগের এই খেলোয়াড় এবার দলে সুযোগ পাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকে৷ বোরুসিয়া ম্যুনশেনগ্লাটবাখের হয়ে তাঁর মৌসুমটা ভালো কাটেনি৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ১৭ গোল: ০ বিশ্বকাপে অংশগ্রহণ: ১ বার
সামি খেদিরা
ল্যোভের অন্যতম পছন্দের এই খেলোয়াড় মধ্যমাঠে জার্মানির অন্যতম আস্থা৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ৭৩ গোল: ৭ বিশ্বকাপে অংশগ্রহণ: ২ বার
টোনি ক্রুস
খেদিরার মতো টনি ক্রুসও মধ্যমাঠের এক চমৎকার খেলোয়াড়৷ বিশেষ করে সতীর্থদের পাস দেয়ায় বিশেষ খ্যাতি রয়েছে তাঁর৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ৮২ গোল: ১২ বিশ্বকাপে অংশগ্রহণ: ২ বার
সেবাস্তিয়ান ব়্যুডি
বায়ার্নের এই খেলোয়াড় বিভিন্ন পজিশনে খেলতে পারদর্শী৷ তাই দলে তাঁর গুরুত্ব অনেক, যদিও বায়ার্নের হয়ে মৌসুমটা খুব একটা ভালো কাটেনি তাঁর৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ২৪ গোল: ১ বিশ্বকাপে অংশগ্রহণ: ০
ইল্কে গ্যুনডোগান
গত বিশ্বকাপ মিস করেছিলেন ব্যাক ইনজুরির কারণে৷ আর দু’বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে পারেননি লিগামেন্টে সমস্যার কারণে৷ এবার অবশ্য পুরোপুরি ফিট তিনি৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ২৪ গোল: ৪ বিশ্বকাপে অংশগ্রহণ: ০
মেসুট ও্যজিল
আর্সেনালের এই খেলোয়াড়ের বলের উপর নিয়ন্ত্রণ খুবই ভালো৷ নিজের পজিশনে পোক্ত তিনি৷ কিন্তু বড় ম্যাচে তাঁকে ঠিক খুঁজে পাওয়া যায় না৷ তাসত্ত্বেও ল্যোভ আস্থা রাখছেন ও্যজিলের উপর৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ৮৯ গোল: ২২ বিশ্বকাপে অংশগ্রহণ: ২ বার
টোমাস ম্যুলার
‘‘ম্যুলার সবসময়ই খেলেন,’’ বলেছেন বায়ার্ন কোচ ফান গাল৷ জাতীয় দলের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য৷ ২০১০ সালের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা এই খেলোয়াড় এবারও চমক দেখাবেন বলে আশা করা হচ্ছে৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ৯০ গোল: ৩৮ বিশ্বকাপে অংশগ্রহণ: ২ বার
মার্কো রয়েস
২০১৪ সালের বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছিলেন ইনজুরির কারণে৷ তবে এবার বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশায় রয়েছেন জার্মানির আক্রমণভাগের তারকা মার্কো রয়েস৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ২৯ গোল: ৯ বিশ্বকাপে অংশগ্রহণ: ০
ইউলিয়ান ড্রাক্সলার
পিএসজি’র এই খেলোয়াড় জার্মানির জাতীয় দলের মূল এগারোতে নিজেকে দেখতে মরিয়া৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ৪২ গোল: ৬ বিশ্বকাপে অংশগ্রহণ: ০
লিওন গোরেৎসকা
মধ্যমাঠের খেলোয়াড় লিওন গোরেৎসকা শালকের সঙ্গে চমৎকার এক মৌসুম কাটিয়েছেন৷ বিশ্বকাপের পর বায়ার্নে যোগ দেবেন তিনি৷ তবে এখন তাঁর সব মনযোগ রাশিয়া বিশ্বকাপের দিকে৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ১৪ গোল: ৬ বিশ্বকাপে অংশগ্রহণ: ০
টিমো ভ্যার্নার
শক্তিশালী, দ্রুতগতির এবং নির্ভুল নিশানা - সবই যোগ করা যায় টিমো ভ্যার্নারের সঙ্গে৷ কনফেড কাপের এই সর্বোচ্চ গোলদাতা ল্যোভের আক্রমণভাবে খেলোয়াড়দের তালিকায় উপরের দিকেই রয়েছেন৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ১২ গোল: ৭ বিশ্বকাপে অংশগ্রহণ: ০
মারিও গোমেস
জার্মানির সবচেয়ে কার্যকর স্ট্রাইকার হিসেবে পরিচিত মারিও গোমেসের উপর যথেষ্ট আস্থা রাখেন ল্যোভ৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ৭৩ গোল: ৩১ বিশ্বকাপে অংশগ্রহণ: ০
ইউলিয়ান ব্রান্ট
বায়ার ০৪ লেভারকুজেনের সঙ্গে মৌসুমটা ভালোই কাটিয়েছেন৷ বাড়তি অনেক দায়িত্বও পালন করতে দেখা গেছে তাঁকে৷ তাই জাতীয় দলে ডাক পাওয়া তাঁর কাছে এক রকমের পুরস্কারের মতো ব্যাপার৷ <br/> <br/> আন্তর্জাতিক ম্যাচ: ১৪ গোল: ১ বিশ্বকাপে অংশগ্রহণ: ০