‘আঙ্গেলা ম্যার্কেল-ল্যান্ড'!
২৩ সেপ্টেম্বর ২০১৩এক্ষেত্রে ম্যার্কেলের প্রথম পছন্দের দল হচ্ছে সামাজিক গণতন্ত্রী এসপিডি৷ নির্বাচনে দলটি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে৷ এছাড়া ম্যার্কেলের দল সিডিইউ'র নীতির সঙ্গে কিছুটা মিল রয়েছে এসপিডির৷ সিডিইউ-এসপিডি জোট এর আগেও একসঙ্গে কাজ করেছে৷ বিশ্লেষকরাও চাইছেন এই জোট হোক৷ তা হলে সেটা বৃহত্তর ইউরোপের জন্য ভালো হবে বলেই তাদের বিশ্বাস৷
তবে এসপিডির সঙ্গ না পেলে ম্যার্কেল যেতে পারেন গ্রিন দলের কাছে৷
এদিকে, ম্যার্কেলের জয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপের নেতৃবৃন্দ৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ প্রথম বিশ্ব নেতা হিসেবে ফলাফলের পূর্বাভাষ পাওয়ার পরপরই ম্যার্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন৷ সেসময় তাঁরা ইউরোপকে সামনে এগিয়ে নিয়ে যেতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন৷ সরকার গঠন করার পর ম্যার্কেলকে প্যারিস সফরেরও আমন্ত্রণ জানান ওলঁদ৷
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অভিনন্দন জানাতে বেছে নেন টুইটারকে৷ তিনি লিখেছেন, ‘‘অনেক অভিনন্দন আঙ্গেলা ম্যার্কেল৷ আগামীতে আপনার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করার আশা করছি৷''
ইটালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা নির্বাচনের ফলাফলকে ‘ব্রিলিয়ান্ট' বলে আখ্যায়িত করেছেন, এবং বলেছেন ইউরোপীয় ইউনিয়নের জন্য এটা ভাল খবর৷ একই ধরনের মন্তব্য এসেছে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হ্যার্মান ফ্যান রম্পয় এর কাছ থেকে৷
এদিকে জার্মানির স্পিগেল অনলাইন তাদের এক প্রতিবেদনের শিরোনাম দিয়েছে এইভাবে, ‘দ্য ম্যার্কেল রিপাবলিক'৷ পরপর তিনবার চ্যান্সেলর হওয়ার সুযোগ পাওয়ায় স্পিগেল লিখেছে জার্মানি শেষ পর্যন্ত ‘আঙ্গেলা ম্যার্কেল-ল্যান্ড'এ পরিণত হয়েছে৷
জেডএইচ / এসি (এএফপি)